ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে হিমালয়ের সঙ্গে তুলনা করতেন ক্যাস্ট্রো

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ নভেম্বর ২০১৬

বঙ্গবন্ধুকে হিমালয়ের সঙ্গে তুলনা করতেন ক্যাস্ট্রো

বাংলাদেশ কিউবার বিপ্লবী নেতা প্রয়াত ফিদেল ক্যাস্ট্রোকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। ক্যাস্ট্রো বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করে তাঁর ঐতিহাসিক মন্তব্যের জন্য স্মরণীয় হয়ে আছেন। খবর বাসসর। ১৯৭৩ সালে ক্যাস্ট্রো বলেন, ‘আমি হিমালয় দেখিনি। তবে আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়তুল্য। আমি তাঁর মধ্যে হিমালয় দেখার অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছি।’ আলজিরিয়ার রাজধানী আলজিয়ার্সে ১৯৭৩ সালে জোটনিরপেক্ষ সম্মেলনে (ন্যাম) বঙ্গবন্ধুর সঙ্গে আলিঙ্গনকালে ফিদেল ক্যাস্ট্রো এই ঐতিহাসিক মন্তব্য করেন। কিউবার এই কিংবদন্তী নেতা শুক্রবার রাজধানী হাভানায় মারা যান।
×