ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুলনাকে হারিয়ে বদলা নিল রাজশাহী

প্রকাশিত: ০৫:৩৫, ২৭ নভেম্বর ২০১৬

খুলনাকে হারিয়ে বদলা নিল রাজশাহী

স্পোর্টস রিপোর্টার ॥ বদলে গেল রাজশাহী কিংস। খুলনা টাইটান্সের বিপক্ষে এবার বদলাও নিল রাজশাহী কিংস। যে দলটি চট্টগ্রাম পর্ব শেষে ছয় ম্যাচে ২ জয় পেয়েছিল। তারা ঢাকায় শেষ পর্বে এসে টানা দুই ম্যাচেই জয় তুলে নিল। দুই ম্যাচেই আবার পয়েন্ট তালিকার সেরা দলকেই হারিয়েছে। এবার খুলনাকে ৯ রানে হারিয়ে দিল। যে খুলনার কাছেই শেষ ওভারে গিয়ে প্রথম লেগে ৩ রানে হেরেছিল রাজশাহী। এবার ১৫৪ রান করে ১৪৫ রানের বেশি খুলনাকে করতে দেয়নি রাজশাহী। ব্যাটিংয়ে খুলনা খুব ভাল দল নয়। তা বোঝা গেছে। তাই রাজশাহীর ছুড়ে দেয়া টার্গেট খুলনা অতিক্রম করতে পারবে না, তা আঁচই করা যায়। তাই হল। শুরুতে ১৫ রানেই ২ উইকেট পড়ে যাওয়ার ধাক্কা খানিকটা সামলে নিলেন রিকি ওয়েসেলস ও মাহমুদুল্লাহ রিয়াদ। যখন ৬২ রানে ওয়েসেলস (৩৬) আউট হয়ে গেলেন তখন ৪৭ রানের জুটিরও মৃত্যু ঘটে। এরপর নিকোলাস পুরানকে নিয়ে এগিয়ে যেতে থাকেন মাহমুদুল্লাহ। একটা সময়তো মনে হয়, খুলনাই জিততে চলেছে। মাহমুদুল্লাহ-পুরান মিলে দলকে ১০০ রানেও নিয়ে যান। ৫৪ রান বাকি থাকে। তখনই সব গড়বড় হয়ে যায়। মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে যান পুরান (২৮)। এরপরও আশা থাকে। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা মাহমুদুল্লাহ যে উইকেটে থাকেন। কিন্তু আর ৬ রান যোগ হতেই যখন আবুল হাসান রাজুর বলে বোল্ড হয়ে যান মাহমুদুল্লাহ (৩৩), তখন যেন ম্যাচের পুরো নিয়ন্ত্রণই হারিয়ে ফেলে খুলনা। কর্তৃত্ব রাজশাহীর হাতে চলে যায়। শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৫ রানের বেশি করতে পারেনি খুলনা। খুলনা মাঝপথে গিয়ে পথ হারিয়ে ফেলে। রাজশাহীতো শুরুতেই সেই পথে পা-বাড়িয়েছিল। পনেরো ওভারে ৮৮ রান করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে রাজশাহী। বাকি থাকে ৫ ওভার। সেখান থেকে আর কতদূর যেতে পারবে দলটি? ১২০ রানই করবে। এমন ভাবনা পুরো উল্টে দিলেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন সামি। কী দুর্দান্ত ব্যাটিং করলেন। একের পর এক ‘ছক্কা-চার’ হাঁকাতে থাকলেন। তাইবুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, জুনায়েদ খান, শফিউল ইসলাম, কারো বলেই বাউন্ডারি মারা বাদ দেননি সামি। ৩৪ বলে ৪ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৭১ রানও করেন। তার এ অসাধারণ ব্যাটিংয়ে রাজশাহীও শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৪ রান করে। শেষ ৫ ওভারেই ৬৬ রান তুলে রাজশাহী। চট্টগ্রাম পর্ব শেষে আবার ঢাকা পর্বের খেলা শুরু হয়। যেটি চূড়ান্ত পর্ব হিসেবেই ধরা হচ্ছে। এ পর্বের প্রথম ম্যাচেই খেলতে নামে রাজশাহী। প্রতিপক্ষ থাকে শীর্ষস্থানে থাকা রংপুর রাইডার্স। সামির অপরাজিত ৪৪ রানে রংপুরকে হারিয়ে দেয় রাজশাহী। এবারও সামির নৈপুণ্যে শুক্রবারই শীর্ষে ওঠা খুলনা টাইটান্সকে হারিয়ে দেয় রাজশাহী। টানা দুই দিন দুই ম্যাচ খেলে রাজশাহী। প্রতিপক্ষ দুই দলই আবার সেরা তিনে আছে। খুলনাতো পয়েন্ট তালিকার প্রথম স্থানে থাকা দল। সেই দলটিকেও হারিয়ে দেয় রাজশাহী। স্কোর ॥ রাজশাহী কিংস-খুলনা টাইটান্স ম্যাচ টস ॥ রাজশাহী (ব্যাটিং)। রাজশাহী ইনিংস ১৫৪/৮; ২০ ওভার (মুমিনুল ১২, জুনায়েদ ২১, সাব্বির ১৬, প্যাটেল ১৬, উমর ৯, সামি ৭১*, মিরাজ ১, ফরহাদ ৩, রাজু ৩; কুপার ২/৩১, শফিউল ২/৫৩)। খুলনা ইনিংস ১৪৫/৬; ২০ ওভার (ওয়েসেলস ৩৬, হাসানুজ্জামান ১, শুভাগত ২, মাহমুদুল্লাহ ৩৩, পুরান ২৮, আরিফুল ২৫*, কুপার ১৪, তাইবুর ২*; সামি ১/৮)। ফল ॥ রাজশাহী কিংস ৯ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ ড্যারেন সামি (রাজশাহী কিংস)।
×