ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ৬ জেলার সেরা করদাতাদের সম্মাননা

প্রকাশিত: ০৫:১৫, ২৭ নভেম্বর ২০১৬

কুমিল্লায় ৬ জেলার সেরা করদাতাদের সম্মাননা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, যারা কর দেয় তারা জনগণের সেবা করে, তারা রাষ্ট্রের সেবা করে। এ কারণে বাংলাদেশ এখন উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল সেক্টরে উন্নয়নের জোয়ার বইছে। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এজন্য করদাতাদের বিরাট অবদান রয়েছে। তারা দেশের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখছেন। মন্ত্রী শনিবার দুপুরে কর-অঞ্চল কুমিল্লার আয়োজনে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি হোটেলে সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন। কর অঞ্চল কুমিল্লার কমিশনার সামস্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ ৬টি জেলার ৪৯ সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন এরফান আলী স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েছেন এরফান গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোঃ এরফান আলী। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে এই ঘোষণা দেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান। নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাঃ আব্দুল হান্নান হানু, সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম এবং পরিচালকরা হলেন, মোঃ আহসান হাবিব, মোঃ কামরুল আরেফিন বুলু, মোঃ মহসিন আলী-১, মোঃ মহসিন আলী-২, মাইনুল ইসলাম, রেজাউল করিম, শাহজাহান আলী, জামাল উদ্দিন, আব্দুল আওয়াল, মোঃ শহীদুল ইসলাম শহীদ, মোঃ রুহুল হোদা, বাহরাম আলী, মোঃ উজায়ের হোসেন, এম কোরাইশী মিলু, গোলাব হোসেন, ওবাইদুল ইসলাম, আব্দুল মালেক, কবিরুর রহমান খান ও এফ.কে.এম লুৎফর রহমান ফিরোজ। গত ২৪ নম্বের চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলে প্রতিদ্বন্দ্বী না থাকায় সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে নির্বাচিত প্রার্থীরা চেম্বারের সভাপতি নির্বাচিত করেন আলহাজ্ব মোঃ এরফান আলীকে এবং শনিবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। রাজস্ব বাড়ানোর পরিকল্পনা রাশিয়ার ব্যবসা বাণিজ্যে কর না বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়ার সরকার। সম্প্রতি এ কথা জানিয়েছেন রুশ অর্থমন্ত্রী এ্যান্তোন সিলুয়ানভ। তবে এজন্য করের বোঝা না বাড়িয়ে কিভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর বাড়ানো যায়, সে পরিকল্পনা করছে রুশ সরকার। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর প্রত্যক্ষ করের বোঝা কমানোরও পরিকল্পনা রয়েছে রুশ সরকারের। এক্ষেত্রে মূল্য সংযোজন কর বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং জ্বালানি তেলের দরপতনের কারণে রাজস্ব আয় বাড়াতে বিকল্প উপায় খুঁজছে রাশিয়া। -অর্থনৈতিক রিপোর্টার বড়দিন উপলক্ষে যুক্তরাষ্ট্রে কেনাকাটা বাড়বে বড়দিন ও ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে যুক্তরাষ্ট্রে নবেম্বর এবং ডিসেম্বর মাসে কেনাকাটার পরিমাণ অনেক বাড়বে বলে জানিয়েছে দেশটির রিটেইল ফেডারেশন। এ দুই মাসে কেনাকাটার পরিমাণ সাধারণ সময়ের তুলনায় সাড়ে ৩ শতাংশ বেড়ে পৌঁছাবে ৬৫ হাজার ৫শ’ কোটি ডলারে। নতুন কর্মসংস্থান সৃষ্টির হার, মজুরি বাড়ার কারণে এ বছর গ্রাহকরা আস্থা ফিরে পেয়েছে। ক্রেতাদের উপচেপড়া ভিড় সামলাতে প্রস্তুত ওয়ালমার্ট, এ্যামাজানসহ বিভিন্ন প্রতিষ্ঠান। তবে এবার অনলাইনে কেনাকাটার পরিমাণ প্রত্যাশার চেয়ে অনেক বেড়েছে বলেও জানিয়েছে রিটেইল ফেডারেশন। চলতি বছরই অনলাইনে পণ্য কেনেন, এমন গ্রাহকের সংখ্যা অনেক বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×