ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়েটার

প্রকাশিত: ০৫:১০, ২৭ নভেম্বর ২০১৬

দরবৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়েটার

বিগত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০ দশমিক ৯৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৫১ কোটি ৯৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সট ফ্যাশন কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৩ দশমিক ১৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬ কোটি ২৪ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৩১ কোটি ২১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ ২০ দশমিক ৯৫ শতাংশ দর বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার মিথুন নিটিংয়ের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। বৃহস্পতিবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ৩০ জুন, ২০১৬ শেষ হওয়া হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা ৫৯ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। এর জন্য ১৫ ডিসেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×