ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৮৬৬ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৫:১০, ২৭ নভেম্বর ২০১৬

ব্লক মার্কেটে ৮৬৬ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে মোট ২২ কোম্পানি ও ১ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১৩ কোটি ৯৯ লাখ ৯ হাজার ৯৭৭টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৮৬৬ কোটি ৪৩ লাখ টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। এই কোম্পানি ১২ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৮২৮ কোটি ৫৫ লাখ টাকা। এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ৭৫ লাখ ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ২ লাখ টাকা। সামিট পাওয়ার ২৪ লাখ ৭৪ হাজার ৫৫৮টি শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৪৭ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস, বেক্সিমকো, এক্সিম ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, আরএসআরএম স্টিল, ব্র্যাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, পেনিনসুলা, প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, বিএটিবিসি, সিটি ব্যাংক, যমুনা অয়েল, বাটা স্যু, বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
×