ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৫:০৮, ২৭ নভেম্বর ২০১৬

অ ন্য র ক ম

একটি অস্ত্র কিনলে একটি ফ্রি ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে বলেছেন, রাশিয়া তার কাছে সব ধরনের সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে একটি কিনলে একটি ফ্রি প্রস্তাবও রয়েছে। বৃহস্পতিবার দাভাও শহরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ফিলিপিন্সের পুলিশ বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের ২৬ হাজার রাইফেল বিক্রির কথা ছিল। কিন্তু মার্কিন সিনেটর বেন কার্ডিন ওই সময় এর বিরোধিতার ঘোষণা দেন। পরে মার্কিন পররাষ্ট্র দফতর ওই পরিকল্পনা বাতিল করে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন দুতের্তে। চলতি সপ্তাহের শুরুতে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে পেরুতে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন যোগ দেন। ওই সম্মেলনে পুতিন রাশিয়ার কাছ থেকে রাইফেল কিনতে দুতের্তেকে প্রস্তাব দিয়েছেন। দুতের্তে বলেন, কার্ডিন আমাদের কাছে রাইফেল বিক্রি করতে চাননি তো কি হয়েছে, পুতিন আমাকে বলেছেন, আপনি আমাদের কাছ থেকে একটি কিনুন আরেকটি বিনামূল্যে নিন, প্রস্তাবটি প্রায় সে রকমই। তিনি বলেছেন, যদি কেউ আপনার কাছে অস্ত্র বিক্রি করতে না চায় তাহলে আমাদের কাছে আসুন। একটি কিনুন, আরেকটি বিনামূল্যে নিয়ে যান। তাই আমি দ্বিগুণ পচ্ছি। -ইয়াহুনিউজ
×