ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গওয়াদারে চীনা নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হবে

প্রকাশিত: ০৫:০৭, ২৭ নভেম্বর ২০১৬

গওয়াদারে চীনা নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হবে

গওয়াদার বন্দর ও বাণিজ্য রুটের নিরাপত্তার জন্য পাকিস্তানী নৌবাহিনীর সঙ্গে চীন নৌবাহিনীর জাহাজ মোতায়েন করবে। ৪ হাজার ৬শ’ কোটি ডলার ব্যয়ে নির্মাণাধীন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর কর্মসূচীর অধীন চীন এ উদ্যোগ নিচ্ছে। করাচীতে এক পাকিস্তানী কর্মকর্তা এ কথা বলেছেন। খবর পিটিআই অনলাইনের। চীন ও পাকিস্তান বর্তমানে দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আরব সাগরে পাকিস্তানের গওয়াদার বন্দরের সঙ্গে জিনজিয়াংয়ের সংযোগ প্রতিষ্ঠায় প্রায় ৩ হাজার কিলোমিটার দীর্ঘ অর্থনৈতিক করিডর নির্মাণ করছে। এতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় চীনা পণ্য রফতানির মতো চীনে তেল পরিবহনের জন্য একটি নতুন ও সহজলভ্য কার্গো রুটের সৃষ্টি হবে। পাকিস্তানী নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, গওয়াদার বন্দরের কর্মতৎপরতা শুরু হওয়ার পর থেকে নৌবাহিনীর ভূমিকা বৃদ্ধি পেয়েছে এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) অধীনে অর্থনৈতিক কর্মকা- সম্প্রসারিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, সিপিইসির অধীনে এ বন্দর ও বাণিজ্যের নিরাপত্তায় পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে চীনও এর নৌবাহিনীর জাহাজ মোতায়েন করবে। চীন অতীতে ভয়তাড়িত হয়ে গওয়াদারে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করার বিষয়টি এড়িয়ে গেছে। চীনের এ উদ্যোগে যুক্তরাষ্ট্র এবং ভারতে আশঙ্কা ও উদ্বেগের সৃষ্টি হতে পারে।
×