ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আরও দুই অঙ্গরাজ্যেও পুনঃগণনা হলে পাল্টে যেতে পারে চূড়ান্ত ফল

উইসকনসিনে ভোট পুনর্গণনা হচ্ছে

প্রকাশিত: ০৫:০৭, ২৭ নভেম্বর ২০১৬

উইসকনসিনে ভোট পুনর্গণনা হচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন রাজ্যে ভোট পুনর্গণনা হচ্ছে। গ্রীন পার্টির প্রার্থী জিল স্টেইনের অনুরোধে উইসকনসিন কর্তৃপক্ষ ওই অঙ্গরাজ্যে ৮ নবেম্বরের ভোট পুনর্গণনা করতে রাজি হয়েছেন। পুনর্গণনার ফল ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে গেলেও তা সার্বিক নির্বাচনের ফলে কোন কোন পরিবর্তন ঘটাবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পই নির্বাচনে জয়ী প্রার্থী থাকবেন। তবে মোট তিনটি অঙ্গরাজ্যে ফল পাল্টালে হিলারিই হবেন পরবর্তী প্রেসিডেন্ট। খবর গার্ডিয়ান, বিবিসি ও নিউইয়র্ক ডেইলি টাইমসের। উইসকনসিনে ২৭ হাজার ভোটে ট্রাম্প জিতেছেন। এই অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ১০। পুনর্গণনার ১০টি ইলেক্টোরাল ভোট হিলারি পেয়ে গেলেও তা চূড়ান্ত ফলাফলের ওপর কোন প্রভাব ফেলবে না। কারণ নির্বাচনে জিততে মোট ২৭০টি ইলেক্টোরাল ভোট দরকার। এরমধ্যে ট্রাম্প পেয়েছেন ২৯০ আর হিলারি ২৩২। উইসকনসিনে পুনর্গণনার ফলে ফল পরিবর্তন হলে ট্রাম্পের ভোট ১০টি কমে হবে ২৮০ আর হিলারির হবে ২৪২। যদিও ট্রাম্প আর হিলারি ছিলেন এবারের নির্বাচনে মূল প্রার্থী। এছাড়া আরও ক’জন প্রার্থী এতে অংশ নিয়েছেন। যাদের মধ্যে আছেন জিল স্টেইন, তিনি পেয়েছেন ৩১ হাজার ৬ ভোট, এছাড়া অপর প্রার্থী গ্যারি জনসন পেয়েছেন ১ লাখ ৬ হাজার ভোট। স্টেইনের আবেদনের ভিত্তিতে শুক্রবার নির্বাচন কমিশন পুনরায় ভোট গণনায় রাজি হয়। নির্বাচন প্রশাসক মাইকেল হ্যাশ সাংবাদিকদের বলেছেন, ‘১৩ ডিসেম্বরের মধ্যেই পুনর্গণনার কাজ শেষ হবে।’ উইসকনসিনের মতো বিতর্ক উঠেছে পেনসিলভেনিয়া এবং মিশিগান অঙ্গরাজ্যের ভোট নিয়েও। এ দুটি রাজ্যের ভোটও পুনরায় গণনার জন্য প্রয়োজনীয় ফি সংগ্রহ করছেন স্টেইন। নিজের কোন সম্ভাবনা না থাকা সত্ত্বেও পুনর্গণনার আবেদন করার কারণ ব্যাখ্যা করে গ্রিন পার্টির এই প্রার্থী বলেন, ‘আমরা এমন একটি নির্বাচন ব্যবস্থা আশাকরি যার ওপর আস্থা রাখা যায়। তিনি একইসঙ্গে হিলারিকেও সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। ভোট পুনর্গণনার জন্য ফি সংগ্রহ করতে স্টেইন শুক্রবার অনলাইনে নির্ধারিত ৫২ লাখ ডলার জমা দেন। উইসকনসিনে ভোট পুনর্গণনার জন্য প্রয়োজন হবে ১১ লাখ ডলার। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার আবেদন জানানোর শেষ সময় সোমবার এবং মিশিগান বুধবার। উইসকনসিনসহ ৩ অঙ্গরাজ্যে পুনর্গণনার জন্য প্রয়োজন ৭০ লাখ ডলার। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনের চেয়েও বেশি তহবিল জমা হবে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পর দু’সপ্তাহ পেরিয়ে গেছে। উইসকনসিন ভোট পুনর্গণনার যে আবেদন স্টেইন করেছেন সে বিষয়ে ট্রাম্পের অথবা রিপাবলিকান দলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। মিশিগানের চূড়ান্ত ফল এখনও ঘোষণা করা হয়নি। হিলারি উইসকনসিনে ২৭ হাজার, পেনসিলভেনিয়ায় ৬০ হাজার এবং মিশিগানে ১০ হাজার (আনঅফিসিয়াল ফল) ভোটের ব্যবধানে হেরেছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কয়েকজন কম্পিউটার বিজ্ঞানী ও নির্বাচন বিষয়ক আইনজীবী হিলারি সমর্থকদের দোদুল্যমান তিনটি অঙ্গরাজ্য উইসকনসিন, মিশিগান ও পেনসিলভেনিয়ায় ভোট পুনর্গণনার দাবি তোলার আহ্বান জানিয়েছিলেন। শুধু উইসকনসিনে ফল না বদলালেও এরসঙ্গে অপর দুই অঙ্গরাজ্য মিশিগান ও পেনসিলভেনিয়ায় ভোট পুনর্গণনায় ফল পাল্টালে চূড়ান্ত ফলও বদলে যাবে। কারণ তখন হিলারির প্রাপ্ত ভোট হবে ২৭৮ আর ট্রাম্পের কমে গিয়ে হবে ২৫৪।
×