ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ শহীদ ডাঃ মিলন দিবস

প্রকাশিত: ০৫:০৫, ২৭ নভেম্বর ২০১৬

আজ শহীদ ডাঃ মিলন দিবস

স্টাফ রিপোর্টার ॥ আজ শহীদ ডাঃ শামসুল আলম খান মিলন দিবস। ১৯৯০ সালের এইদিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিঝরা উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের লেলিয়ে দেয়া গুপ্ত ঘাতক বাহিনীর গুলিতে নির্মমভাবে তিনি নিহত হন। শহীদ ডাঃ মিলনের রক্তের সিঁড়ি বেয়ে স্বৈরাচারবিরোধী গণআন্দোলন বেগবান হয় এবং মর্মান্তিক এই ঘটনার মাত্র ১০ দিনের মাথায় ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরশাসকের পতন হয়। দেশ যাত্রা শুরু করে গণতান্ত্রিক ধারায়। ডাঃ শামসুল আলম খান মিলন ছিলেন সামরিক স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের একজন দক্ষ সংগঠক, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিক্যাল কলেজের একজন শিক্ষক। রাষ্ট্রপতি মেঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন এবং তারা শহীদ ডাঃ মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী ঘোষণা করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাঃ মিলনের কবরে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত এবং টিএসসির সামনে মিলন স্মৃতি চত্বরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। শহীদ ডাঃ মিলনের মা সেলিনা আকতার এসব কর্মসূচীতে অংশগ্রহণ করার কথা রয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রতিবছরের ন্যায় এবারও দিবসটি পালনে নিয়েছে বিস্তারিত কর্মসূচী। গাছের ডালে নৌকা আসন্ন ক্রিসমাস উপলক্ষে খ্রীস্টান ধর্মাবলম্বী দেশগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। শনিবার জার্মানির বাল্টিক সাগর তীরবর্তী একটি শহরের গাছের ডালে নৌকাসদৃশ যান বাসানো হয়েছে।-এএফপি ঘুড়ি উৎসব যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের রাজধানী কাবুলের পাহাড়ী অঞ্চল ওয়াজির আকবর খান এলাকায় শনিবার ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। এখানে অনেকেই বাহারি রঙের ঘুড়ি নিয়ে অংশ নিয়েছে। জলবায়ু বিষয়ে সচেতনতা সৃষ্টিতে এই উৎসবের আয়োজন করা হয়।-এএফপি
×