ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার’ প্রবর্তনের সিদ্ধান্ত ইউজিসির

প্রকাশিত: ০৫:০৫, ২৭ নভেম্বর ২০১৬

‘বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার’ প্রবর্তনের সিদ্ধান্ত ইউজিসির

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রথমবারের মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে প্রতিবছর ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার’ প্রবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত ইউজিসির ১৪৫তম পূর্ণ কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে কমিশন এ উদ্যোগ গ্রহণ করে। সভায় প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপাচার্য, ঢাকা বিশ^বিদ্যালয়, প্রফেসর ড. মোঃ আলী আকবর, উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, প্রফেসর ড. এম ওহিদুজ্জামান, ডিন, সোশ্যাল সায়েন্স এ্যান্ড বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, ড. মোঃ খালেদ, সচিব, ইউজিসি, মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, মোহাম্মদ মুসলিম চৌধুরী, অতিরিক্ত সচিব (অর্থ বিভাগ) অর্থ মন্ত্রণালয়, মোঃ সামছুল আলম, পরিচালক, রিসার্চ সাপোর্ট এ্যান্ড পাবলিকেশন ডিভিশন, ইউজিসি এবং মোঃ মিজানুর রহমান, এফসিএমএ, পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ, ইউজিসি উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি বুদাপেস্টে শেখ হাসিনাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্ততি এম নজরুল ইসলাম, বুদাপেস্ট থেকে ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এভাবের আমন্ত্রণে ‘বুদাপেস্ট ওয়াটার সামিট ২০১৬’ যোগদানের জন্য রবিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট আসছেন। ঢাকা থেকে সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দিয়ে স্থানীয় সময় বেলা পৌনে ২টায় বুদাপেস্ট ফিরেন্স লিজট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছবেন। সফরকালে তিনি ‘বুদাপেস্ট ওয়াটার সামিট ২০১৬’ ছাড়াও বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস এ্যান্ড ইকোনমিক ফোরাম উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচীতে যোগদান করবেন। ৩০ নবেম্বর তার দেশে ফেরার কথা।
×