ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খো খোতে প্রতিভা অন্বেষণ কর্মসূচী

প্রকাশিত: ০৪:০৭, ২৭ নভেম্বর ২০১৬

খো খোতে প্রতিভা অন্বেষণ কর্মসূচী

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে বালিকা খো খো তৃণমূল প্রতিভা বাছাই কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত হয়। চতুর্থ পর্বের চূড়ান্ত বাছাই কর্মসূচীতে ২২ মহিলা খেলোয়াড় মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। ২৬ জেলায় গত ৫ মাসব্যাপী এই প্রশিক্ষণে ৪৬৮ অনুর্ধ ১৬ বালিকা খেলোয়াড়েরা অংশ নেয়। চূড়ান্তভাবে নির্বাচিত ২২ খেলোয়াড় খো খো জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়ে পরবর্তী সময়ে খো খো কর্মসূচীতে অংশে নেবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব কাজী আকতারউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের তৃণমূল কর্মসূচীর মুখ্য সমন্বয়কারী বাদল রায়। আরও উপস্থিত ছিলেন খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা, কর্মসূচীর খো খো সমন্বয়কারী এবং ফেডারেশনের সহ-সভাপতি এসএম হাবিবুর রহমান, কর্মকর্তা আঃ মুন্নাফ সরকার, কামরুজ্জামান মন্টু, সাইদুর রহমান প্রমুখ। উল্লেখ্য, বৃহস্পতিবার ময়মনসিংহের মুক্তাগাছার ফিজিক্যাল এডুকেশন কলেজে বালক অনুর্ধ ১৬ কর্মসূচী সমাপ্ত হয়েছে। সারাদেশ থেকে ৪২ (বালক ও বালিকা) খেলোয়াড় চূড়ান্তভাবে নির্বাচিত হয়। জেএফএ মহিলা জাতীয় ফুটবল শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের (জেএফএ) আর্থিক সহযোগিতায় এবং ওয়ালটনের কো-স্পন্সরশিপে ‘জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৬’ আজ থেকে শুরু হচ্ছে। ৩২ দল নিয়ে দেশের সাতটি ভেন্যুতে চলবে এই টুর্নামেন্ট। চলবে ২৯ নবেম্বর পর্যন্ত। আঞ্চলিক পর্যায় থেকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চূড়ান্ত পর্ব খেলতে ৮টি দল আসবে ঢাকায়। শনিবার এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাফুফে ভবনে। এতে উপস্থিত ছিলেন বাফুফের সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
×