ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ মহিলা টি২০, ভারতের কাছে ৬৪ রানে পরাজিত বাংলাদেশ

শোচনীয় পরাজয়ে শুরু রুমানাদের

প্রকাশিত: ০৪:০৫, ২৭ নভেম্বর ২০১৬

শোচনীয় পরাজয়ে শুরু রুমানাদের

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা ভাল হলো না বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আর রুমানা আহমেদের। অধিনায়ক হওয়ার পর প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিতে হয়েছে। সেই ম্যাচে ৬৪ রানের শোচনীয় পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয়েছে রুমানাদের। মহিলা এশিয়া কাপ টি২০ আসরের উদ্বোধনী ম্যাচে শনিবার ব্যাংককে এমন পরাজয় দিয়েই যাত্রা শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করে ৬ উইকেটে ১১৮ রান তুলেছিল ভারত। বোলারদের দারুণ বোলিংয়ের পর ব্যাটারদের ব্যর্থতায় ১৮.২ ওভারে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এটি মহিলাদের টি২০ ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ। সেই লজ্জাই সঙ্গী হলো রুমানাদের। সোমবার স্বাগতিক থাইল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এবার এশিয়া কাপ টি২০ আসরে ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে থাইল্যান্ড গেছে বাংলাদেশের মেয়েরা। সে কারণে প্রথম ম্যাচে সবচেয়ে শক্তিধর ভারতের বিরুদ্ধে দারুণ কিছু করার প্রত্যয় ছিল দলের। শনিবার উদ্বোধনী ম্যাচে টসটাও জিতে গেল বাংলাদেশ। ভারতীয় মেয়েদের আগে ব্যাটিংয়ে পাঠান রুমানা। তবে বোলাররা দ্রুত সাফল্য এনে দিতে পারেনি। দারুণ শুরু পায় ভারত। ৭০ রানের উদ্বোধনী জুটি গড়েন মিতালি রাজ ও স্মৃতি মান্ধানা। এতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় তারা। তবে বাংলাদেশী বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। বিধ্বংসী হয়ে ওঠা মান্ধানা ৩২ বলে ৬ চারে ৪১ রান করার পর জাহানারা আলমের শিকার হয়ে সাজঘরে ফেরেন। এরপর হারমানপ্রিত কর ছাড়া আর কেউ মিতালিকে তেমন সঙ্গ দিতে পারেননি। মিতালি ৫৯ বলে ২ চারে ৪৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। কর ১৮ বলে ২ চার ও ১ ছয়ে ১৯ রান করে ফিরে যান। ৬ উইকেটে শেষ পর্যন্ত ১১৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ভারত। অফস্পিনার খাদিজাতুল কুবরা মাত্র ১২ রানে দুই উইকেট নেন। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী দুই ওপেনার সানজিদা ইসলাম (১) ও নিগার সুলতানাকে (০) ফিরিয়ে দেন। মাত্র ১৩ রানের মধ্যে তিন উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েছিলেন সালমা খাতুন ও শায়লা শারমিন। কিন্তু সালমা ২২ বলে ১ চারে ১৭ রান করে ফিরে যান। এরপর আর কেউ দুই অঙ্কে পৌঁছুতে পারেননি আনুজা পাতিল ও পুনম যাদবের দ্বিমুখী স্পিন আক্রমণে। তাদের দাপটে মাত্র ১২ রানে শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ দল। শায়লা ৩৬ বলে সর্বোচ্চ ১৮ রান করেন। ৬ ব্যাটার মাত্র ১ রান করে আউট হয়েছেন। ১০ বল বাকি থাকতেই বাংলাদেশের ইনিংস মুখ থুবড়ে পড়ে ৫৪ রানে। এটি মহিলা টি২০ ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ৫৭ রানে শ্রীলঙ্কার মেয়েরা অলআউট হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে গত এশিয়া কাপে (২০১২) গুয়াংঝুতে। এবার সেই লজ্জাকে পেছনে ফেলে আরও বাজে নজির গড়ল বাংলাদেশের মেয়েরা। পুনম ৩টি এবং আনুজা ও গোস্বামী ২টি করে উইকেট নেন। স্কোর ॥ ভারত মহিলা দল ইনিংস- ১১৮/৬; ২০ ওভার (মিতালি ৪৯*, মান্ধানা ৪১, হারমানপ্রিত ১৯; খাদিজা ২/১২, জাহানারা ১/১৭, রিতু ১/২০) বাংলাদেশ মহিলা দল ইনিংস- ৫৪/১০; ১৮.২ ওভার (শায়লা ১৮, সালমা ১৭, আয়েশা ৬; পুনম ৩/১৩, আনুজা ২/৭, গোস্বামী ২/১০)। ফল ॥ ভারত মহিলা দল ৬৪ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মিতালি রাজ (ভারত)।
×