ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজ

জিম্বাবুইয়ে-শ্রীলঙ্কা ফাইনাল আজ

প্রকাশিত: ০৪:০৪, ২৭ নভেম্বর ২০১৬

জিম্বাবুইয়ে-শ্রীলঙ্কা ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা ও নিউজিল্যান্ড-পাকিস্তানের মতো একাধিক বড় সব টেস্ট দ্বৈরথের কারণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীদের খুব একটা আগ্রহ নেই। অথচ সেখানে দারুণ সব ঘটনা ঘটে গেছে। সবচেয়ে আলোচিত, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে টেক্কা দিয়ে সিরিজের ফাইনালে উঠে গেছে স্বাগতিক জিম্বাবুইয়ে। আজ শিরোপা নির্ধারণী লড়াইয়ে গ্রেয়ামে ক্রেমারদের প্রতিপক্ষ আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লীগপর্বে ৪ ম্যাচে ২ জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন লঙ্কান শিবির। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম দেখায় অবিশ্বাস্য ‘টাই’ করে ফাইনালে ওঠার সমীকরণ জমিয়ে তোলে জিম্বাবুইয়ে। শেষ দেখায় এই দু’দলের যারা জিতবে তারাই ফাইনালের টিকেট পাবে, শুক্রবার এমন ম্যাচে দু’বার বৃষ্টি বাগড়া বাধায়। সিকান্দার রাজার অপরাজিত ৭৬ রানের ওপর ভর করে ৪৯ ওভারে ৮ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে জিম্বাবুইয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ২৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান তোলার পর বৃষ্টি এলে খেলা বন্ধ হয়ে যায়। ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানের নাটকীয় জয়ে ফাইনালের টিকেট পায় জিম্বাবুইয়ে। বৃথা যায় জোনাথন কার্টারে ৪৩* ও অধিনায়ক জেসন হোল্ডারের ২২* রানের অপরাজিত দুটি ইনিংস। লীগপর্বের প্রথম দেখায় জিম্বাবুইয়েকে ৮ উইকেটে হারায় শ্রীলঙ্কা, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল ফিরতি ম্যাচ।
×