ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোহালি টেস্ট

ইংল্যান্ডকে টানলের জনি বেয়ারস্টো

প্রকাশিত: ০৪:০৪, ২৭ নভেম্বর ২০১৬

ইংল্যান্ডকে টানলের জনি বেয়ারস্টো

স্পোর্টস রিপোর্টার ॥ মোহালি টেস্টের প্রথমদিনই দাপট দেখাল ভারতীয় বোলাররা। ৮৭ রানে চতুর্থ ও ১৪৪ রানে পঞ্চম উইকেট হারান ইংল্যান্ডকে টানলেন জনি বেয়ারস্টো। প্রথমদিন শেষে ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ২৬৮ রান। যেখানে উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেয়ারস্টো একাই করেছেন ৮৯ রান। ইনিংসে আর কারও হাফ সেঞ্চুরি নেই। আদিল রশিদ ৪ ও গ্যারেথ ব্যাটি ০ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ম্যাচ দারুণভাবে ড্র করলেও দ্বিতীয়টিতে হেরে পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজে ১-০তে পিছিয়ে ইংলিশরা। অসুস্থতার কারণে এই টেস্টে খেলতে পারছেন না পেসার স্টুয়ার্ট ব্রড। বেন ডাকেটের স্থলাভিষিক্ত হয়েছেন হার্ডহিটার ব্যাটসম্যান জস বাটলার। অন্যদিকে ঋদ্ধিমান সাহার ইনজুরিতে দীর্ঘ আট বছর পর ভারত দলে ফিরেছেন উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। অভিষেক হয়েছে করুণ নায়ারের। তবে মাঠে নামার আগে অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে ইংলিশ মিডিয়ার তোলা বল টেম্পারিং ইস্যুতে স্বাগতিক শিবির কিছুটা সরগরম। সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক এ্যালিস্টার কুক। কিন্তু স্বাগতিক বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে লাঞ্চের আগেই ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে বড় রকমের বিপদে পড়ে সফরকারীরা। জোড়া আঘাতে হামিদ হাসান ও জো রুটকে ফেরান পেসার উমেশ যাদব ও তরুণ স্পিনার জয়ন্ত যাদব। হামিদ ৯ রান করে আউট হন। রুটও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। ফর্মের তুঙ্গে থাকা অতিথিদের সেরা ব্যাটসম্যান আউট হয়েছেন ব্যক্তিগত ১৫ রান করে। বিপদ সামলাতে এরপরই হাল ধরেন বেয়ারস্টো ও বেন স্টোকস। কঠিন পরিস্থিতিতে পঞ্চম উইকেট জুটিতে ৫৭ রান যোগ করেন তারা। ড্রিঙ্কসের আগে ২৯ রান করে রবীন্দ্র জাদেজার শিকারে পরিণত হন তারকা অলরাউন্ডার স্টোকস। ১৪৪/৫-এ পরিণত হয় ইংল্যান্ড। এরপর বেয়ারস্টোর সঙ্গে বাটলার মিলে দারুণ খেলতে থাকেন। অনেকটা প্রতিআক্রমণ চালিয়ে বোলারদের ওপর চড়াও হন তারা। চা-বিরতি পর্যন্ত আর কোন উইকেট পড়েনি। ষষ্ঠ উইকেট জুটিতে মূল্যবান ৬১ রান যোগ করেন দু’জনে। ৮০ বলে ৪৩ রান করা বাটলারকে তুলে নিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙ্গেন জাদেজা। আর দিনের সেরা ব্যাটসম্যান বেয়ারস্টোকে ফেরান আগের টেস্টেই অভিষিক্ত স্পিনার জয়ন্ত যাদব। ১৭৭ বলে ৬ চারের সাহায্যে ৮৯ রান করে এলবিডব্লিউ’র ফাঁদে কাটা পড়েন তিনি। স্কোর তিন শ’র ল্যান্ডমার্কে নিয়ে যেতে হলে টেলএন্ডে অপরাজিত রশিদ-ব্যাটি জুটিকে ব্যাট হাতে আজ অসাধারণ কিছু করে দেখাতে হবে। জয়ন্ত যাদব, উমেষ যাদব ও জাদেজা নিয়েছেন ২টি করে উইকেট। ১টি করে শিকার রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ শামির। ভারতের হয়ে এই টেস্টে অভিষেক হয়েছে ২৪ বছর বয়সী অফস্পিনিং-অলরাউন্ডার করুণ নায়ারের। এদিকে প্রথম টেস্টে মুখে চকলেট জাতীয় কিছু থেকে আঠা দিয়ে বল টেম্পারিং করেছেন বলে কোহলিকে নিয়ে রিপোর্ট করে ইংলিশ মিডিয়া। ভারত অধিনায়ক অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এটি শুধুই মানসিক চাপ প্রয়োগের কৌশল। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ২৬৮/৮ (৯০ ওভার; বেয়ারস্টো ৮৯, বাটলার ৪৩, স্টোকস ২৯, ওকস ২৫, কুক ২৭, হামিদ ৯, রুট ১৫, মঈন ১৬, রশিদ ৪*, ব্যাটি ০*; উমেশ যাদব ২/৫৮, জয়ন্ত যাদব ২/৪৯, জাদেজা ২/৫৬, অশ্বিন ১/৪৩, শামি ১/৫২)। ** প্রথমদিন শেষে
×