ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকুন্দিয়ায় ‘কাজল রেখা’ নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ০৩:৫৬, ২৭ নভেম্বর ২০১৬

পাকুন্দিয়ায় ‘কাজল রেখা’ নাটক মঞ্চস্থ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দর্পণ সাংস্কৃতিক সংঘের ১৭ বছর পূর্তিতে আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতি তুলে ধরে ‘কাজল রেখা’ নাটক মঞ্চস্থ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আহুতিয়া আমতলী বাজারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জিয়াউল হক বাতেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, নারান্দী ইউপি চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম শফিক, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ, প্রভাষক মাহফুজুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আল হাসান মোবারক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহ তাকি। এ সময় স্থানীয় অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সামসুল হক রচিত ও শাহজাহান খোকন ভূঁইয়া পরিচালিত ‘কাজল রেখা’ নাটকে স্থানীয় বিভিন্ন নাট্যকর্মীরা অভিনয় করেন। এ সময় মদ, জুয়া, বাল্যবিবাহ, নারী-শিশু নির্যাতন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে অবস্থা নেয়াসহ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে ধরা হয়। উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ দর্শক সন্ধ্যা থেকে গভীর রাত অবধি অনুষ্ঠান উপভোগ করেন।
×