ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাবিতে অনুশীলন নাট্যদলের জঙ্গীবিরোধী ‘এন্তারনেট’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৩:৫৫, ২৭ নভেম্বর ২০১৬

রাবিতে অনুশীলন নাট্যদলের  জঙ্গীবিরোধী ‘এন্তারনেট’  নাটকের মঞ্চায়ন

কায়কোবাদ খান, রাবি ॥ গ্রামের সাধারণ কৃষক পরিবারের সহজ-সরল ছেলেটি বড় শিক্ষার নামে জঙ্গীবাদের পথে পা বাড়িয়ে ছয় মাস ধরে নিখোঁজ। ধর্ম ব্যবসায়ী বড় শিক্ষার লোকটা এলাকার তরুণ-যুবকদের জঙ্গীবাদে প্রলুব্ধ করছে, এবার তার চোখ পড়েছে কৃষকের ছোট ছেলের দিকে। অন্যদিকে অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে মেধাবী সেই ছেলেটিও নেশার জগতে প্রবেশ করে। দুই ছেলের বিপথগামিতার আঘাতে বিপর্যস্ত পরিবার। এমন সময় খবর আসে জঙ্গী হামলায় অংশ নেয়া বড় ছেলের ছবি ছেপেছে পুলিশ। অসহায় কৃষক বাবা, বিধবা ফুপু এবং পাশের বাড়ির নানি ইন্টারনেট ব্যবহার করে জঙ্গীবাদে জড়ানো নিখোঁজ সেই ছেলেটির ছবি দেখে মুঠোফোনে। তাদের বুক চিড়ে বেরিয়ে আসে আর্তচিৎকার, নির্ঝর, প্রত্যয়, শান্ত- তোরা ফিরে আয়। জঙ্গীবাদবিরোধী ‘এন্তারনেট’ নাটকের শেষ দৃশ্যে এভাবেই অন্ধকার ছেড়ে আলোর পথে, পরিবারের কাছে ফিরে আসার আহ্বান জানানো হয় জঙ্গীবাদে জড়িয়ে পড়া এসব তরুণদের। এ সময় মঞ্চকর্মীদের হাতে ছিল বিপথগামী নিখোঁজ তরুণদের ছবি। সম্প্রতি এক সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুশীলন নাট্যদলের ৬০তম প্রযোজনা ‘এন্তারনেট’ নাটকের চতুর্থ প্রদর্শনী হয়। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন দেশবরেণ্য নাট্যকার মলয় ভৌমিক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- হাসি চক্রবর্তী, তানজিদা নাহার জুঁই, সাজ্জাদ হোসেন, খাইরুল ইসলাম, তানভির অর্ক, লিমন বিশ্বাস, রায়হান উদ্দিন, শাহ্রিয়ার তারেক, জামান শরিফ, মইনুল ইসলাম, অর্জুন দাস ও হৃদয় সাহা। হেমন্তের সন্ধ্যার হাল্কা শীত উপেক্ষা করে নাটকটি উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক নাট্যপ্রেমী। এ দেশের রাজনীতি, শিক্ষা-সংস্কৃতি, সামাজিক-পারিবারিক ব্যবস্থা, আধুনিক যোগাযোগ প্রযুক্তি এবং দেশী-বিদেশী নানা স্বার্থবাদী কর্মকা- তরুণ সমাজের ওপরে কীভাবে প্রভাব বিস্তার করছে তার কিছু নমুনা এই নাটকের কাহিনীতে ফুটে উঠেছে। জঙ্গীদের মদদদাতারা ইন্টারনেট ব্যবহার করে তরুণদের ভুলপথে পরিচালিত করে দলে ভেড়াচ্ছে। তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে যন্ত্র হিসেবে তৈরি করে কীভাবে সন্ত্রাসের পথে ঠেলে দিচ্ছে- কলাকুশলীদের নিপুণ অভিনয় দক্ষতার মাধ্যমে সে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
×