ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবদুল্লাহ আল-মামুনের ‘তোমার জন্য’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৩:৫৫, ২৭ নভেম্বর ২০১৬

আবদুল্লাহ আল-মামুনের ‘তোমার জন্য’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ সত্তর দশকে কুমার বিশ্বজিতের কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানটির গীতিকার আবদুল্লাহ আল-মামুন। সে সময়ে বিভিন্ন ব্যান্ডের জন্য গান লিখে খ্যাতি অর্জন করলেও শিল্পী হিসেবেও পরিচিতি ছিল তাঁর। বিভিন্ন সময়ে দেশে-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার অভিজ্ঞতাও রয়েছে। তবে তার একক এ্যালবামের স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণে প্রথমবারের মতো নিজের কণ্ঠে গাওয়া এ্যালবাম প্রকাশ করলেন প্রখ্যাত এই গীতিকার ও শিল্পী। তার প্রথম একক ‘তোমার জন্য’ এ্যালবামটি রিলিজ হয়েছে। সম্প্রতি ঢাকার বেইলি রোডের নাটক সরণির একটি রেস্টুরেন্টে এ্যালবাম প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আলী হোসেন, শেখ সাদী খান, অনুপ ভট্টাচার্য, কুমার বিশ্বজিৎ, নকিব খান, তপন চৌধুরী, ফুয়াদ নাসের বাবু, কবি মিনার মনসুর, ডলি ইকবাল, বিটিভির উপ-মহাপরিচালক নাসির আহমেদ, গীতিকার বাকীউল আলম, নাট্যাভিনেতা বাবর, পরিচালক এম আর মিজান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঙ্গীত শিল্পী শাহরিয়ার খালেদ, শিল্পী আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে। ‘তোমার জন্য’ এ্যালবামে গান রয়েছে ৮টি। এতে গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, মোহাম্মদ রফিকুজ্জামান, বাকীউল আলম, মেজর শওকত এবং একেএম আতিকুর রহমান। গানগুলোর সুর করেছেন আলী হোসেন, শেখ সাদী খান, আলম খান, লাকী আখান্দ ও অনুপ ভট্টচার্য। এ্যালবামের গানগুলোর শিরোনাম হলো ‘আমার মনে পড়ে যায়’, ‘বেহায়া মনটা আমার’, ‘আমি সুখের জন্য’, ‘মিথ্যে অভিমানে’, ‘আমার অনেক দিনের আশা’, ‘যেতেই হবে’, ‘এক বরষার’ এবং ‘তোমার জন্য’। নিজের প্রথম এ্যালবাম সম্পর্কে আবদুল্লাহ-আল-মামুন বলেন, এ্যালবামটি ছিল আমার স্বপ্ন। ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলাম। ব্যান্ডের জন্য গান লিখতাম, গাইতাম। কিন্তু গীতিকার হিসেবে আমার পরিচিত হলেও নিজের একটা এ্যালবাম করার স্বপ্ন ছিল। ‘তোমার জন্য’ এ্যালবাম প্রকাশের মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হলো। এ্যালবামের গানগুলো নিয়ে আমি আশাবাদী। আশা করি শ্রোতারা আমার গানগুলো পছন্দ করবেন। তিনি বলেন আমার প্রথম প্রেম মূলত কণ্ঠের সঙ্গে। সেই টানেই ছোটবেলায় বড় ভাইয়ের কাছে গান শিখেছি। কিন্তু একটি কবিতা আমাকে নতুন আরেকটি ভাললাগায় বন্দী করে ফেলে। তাই গান লিখেছি, কবিতা লিখেছি। তবে কণ্ঠশিল্পী হিসেবে কিছু কাজ করার ইচ্ছে মরেনি। সেই শক্তিতেই আমার প্রথম একক গানের এ্যালবাম প্রকাশ করেছি। শ্রোতারা গানগুলো শুনলেই আমার চেষ্টা সফল হবে।
×