ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে উদীচীর সম্মেলন

প্রকাশিত: ০৩:৫৫, ২৭ নভেম্বর ২০১৬

কিশোরগঞ্জে উদীচীর সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ ‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’ সেøাগানে কিশোরগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নবম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে এ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদলকে সভাপতি ও স্বপন কুমার বর্মণকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট জেলা উদীচীর কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডাঃ সুশীল কুমার শীল, দুলাল দত্ত রাখাল, আব্দুল ওয়াহাব, ডাঃ আব্দুল হাই, দিলীপ চন্দ্র রায়, মোঃ রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মাজহার মান্না, শরদিন্দু বিশ্বাস, কোষাধ্যক্ষ দেবব্রত দাস দেবু, সম্পাদকম-লী রঞ্জিত কুমার, সেতারা বেগম সেতু, গঙ্গেশ ভট্টাচার্য শিপলু, কনক কান্তি বিশ্বাস, সদস্য অধ্যক্ষ ব্রজেন্দ্র চন্দ্র দেবনাথ, এ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, সাইফউদ্দীন আহমেদ লেনিন, প্রভাষক ফরিদ আহাম্মেদ, ডাঃ আসগর আহমদ, চিত্ত রঞ্জন বর্মণ, অজিত দত্ত, সিলভিয়া আকুঞ্জি, তাসনিয়া তাবাসসুম অর্জিতা। এর আগে শুক্রবার সকালে জেলা সিপিবি কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট লোকশিল্পী অমর চন্দ্র শীল। এ সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ জিল্লুর রহমান। সম্মেলন বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সম্পাদকম-লীর সদস্য মিজানুর রহমান সুমন, কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম রিপন, আব্দুল ওয়াহাব, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু খালেদ পাঠান, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এ্যাডভোকেট অশোক সরকার, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব স্বপন কুমার বর্মণ। অনুষ্ঠানে উদীচীর স্থানীয় শিল্পীরা গণসঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। এ সময় উদীচীর কেন্দ্রীয় এবং জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×