ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বটতলা রঙ্গমেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন আলী যাকের

প্রকাশিত: ০৩:৫৪, ২৭ নভেম্বর ২০১৬

বটতলা রঙ্গমেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন আলী যাকের

স্টাফ রিপোর্টার ॥ ‘ধরিত্রী ও মানব হত্যার বিরুদ্ধে- মুক্তির উৎসবে’ সেøাগান নিয়ে দুই বছর পর আবার আয়োজন করা হচ্ছে ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’। উৎসবের সমাপনী আয়োজনে দেশের খ্যাতিমান অভিনেতা আলী যাকেরকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। ১০ দিনের এ আয়োজনে অংশ নিচ্ছে ভারত, ইরান, যশোরসহ ঢাকার বেশ কয়েকটি নাট্যদল। এছাড়া ঢাকার বাইরে দীর্ঘদিন ধরে নাট্যচর্চাকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করছেন তেমন আটজন নাট্যকর্মীকেও সম্মাননা দেবে দলটি। আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মিলনায়তনে হতে যাচ্ছে এই উৎসব। উদ্বোধনী আয়োজনে বটতলা মঞ্চে আনবে তাদের নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাট্যোৎসবে শিশুদের উপযোগী নাট্য প্রদর্শনী হবে ৯ ডিসেম্বর সকালে। এছাড়াও প্রতিদিন বহিরাঙ্গনের আয়োজন তো থাকছেই। ‘বটতলা রঙ্গমেলা ২০১৪’ উৎসবে আজীবন সম্মাননা প্রদান করা হয় অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে।
×