ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মণিপুরি থিয়েটারের নাট্যমেলায় ‘সার্কাস সার্কাস’

প্রকাশিত: ০৩:৫৪, ২৭ নভেম্বর ২০১৬

মণিপুরি থিয়েটারের নাট্যমেলায় ‘সার্কাস সার্কাস’

স্টাফ রিপোর্টার ॥ মণিপুরি থিয়েটার আয়োজিত মাসব্যাপী নাট্যমেলায় শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় প্রাচ্যনাট প্রযোজনা ‘সার্কাস সার্কাস’। মৌলভীবাজার জেলার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের স্টুডিও ‘নটম পে নাটকটির বিশেষ প্রদর্শনী হয়। ‘সার্কাস সার্কাস’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আজাদ আবুল কালাম, তৌফিকুল ইসলাম ইমন, রাহুল আনন্দ, সাখাওয়াত হোসেন রেজভী, শাহেদ আলী সুজন, শতাব্দী ওয়াদুদ, রিতু সাত্তার, জাহাঙ্গীর আলম, শাহানা সুমি, সানজিদা প্রীতি, পারভিন কলি, মিজানুর রহমান মিতুল, সাইদুর রহমান রাসেল, ফরহাদ হামিদ, মাছিহুদৌল্লাহ্ আজাদ, মোঃ রফিক, খন্দকার আলামিন, শাহরিয়ার সজিব প্রমুখ। নাটকটির নেপথ্য শিল্পীদের মধ্যে রয়েছেন- মঞ্চ, আলো, মুখোশ পরিকল্পনা মোঃ সাইফুল ইসলাম, মঞ্চ সহযোগী ও সহকারী নির্দেশনা- জাহাঙ্গীর আলম, শতাব্দী ওয়াদুদ, সঞ্জীবন শিকদার। পোশাক পরিকল্পনা তৌফিকুল ইসলাম ইমন। সঙ্গীত পরিকল্পনায় রাহুল আনন্দ। প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন সাজায় দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার। ‘বিশ্ব তোমায় বাঁধবো এবার আপন অঞ্চলে’- এই সেøাগান নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও থিয়েটার নটম পে চলছে মাসব্যাপী নাট্যমেলা। নাট্যমেলায় মূলত সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধারাবাহিকভাবে নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে। মণিপুরি থিয়েটারের ৫টি ও ঢাকার ৬টিসহ মোট ১১টি নাটক মঞ্চস্থ হয়। বাংলাদেশের অন্যতম নাট্যদল-থিয়েটার (নাটক সরণি), ঢাকা থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্য সম্প্রদায়, প্রাচ্যনাট এবং মণিপুরি থিয়েটারের নাট্যমেলায় নাটক মঞ্চস্থ করে।
×