ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৩, ২৭ নভেম্বর ২০১৬

টুকরো খবর

লেপ-তোশকের দোকানে ভিড় বাড়ছে সংবাদদাতা, বেড়া, পাবনা, ২৬ নবেম্বর ॥ ঋতু চক্রের পালাবদলে এখন হেমন্ত চললেও চারদিকে শীতের আমেজ। গ্রামেগঞ্জে নেমেছে শীত। দুপুরে শীত অনুভূত না হলেও সকালে হালকা শীতের সঙ্গে কুয়াশা আর সন্ধ্যা নামলেই আবারও শীত। তাই সকাল-সন্ধ্যায় গরম কাপড় ছাড়া বাইরে বের হওয়া যায় না। কাপড়ের দোকানগুলো শীতের কাপড় তুলতে শুরু করেছে। ভিড় বাড়ছে লেপ তোশকের দোকানেও। কম খরচ হবে ভেবে শীত না আসতেই লেপ বানাতে ছুটছে দোকানে। তাই সারা বছর ব্যস্ততা না থাকলেও এ সময় সারাদিন পার করে লেপ তোশকের কারিগররা। প্রচুর কাজের চাপ থাকায় দম নেয়ার সময়ও থাকছে না। প্রতিটি লেপ বানাতে খরচ পরে আট শ’ টাকা। আর তোশক সাড়ে নয় শ’ টাকা। বেড়া বাজারের তুলা ব্যবসায়ী সুলতান জানান, কাজের অর্ডার মোটামুটি আসতে শুরু করেছে। এই চাহিদা আরও বাড়তে থাকবে। লেপ তোশকের সাথে সাথে কম্বলের চাহিদাও বেড়েছে বহুগুণ। গরম কাপড়ের দোকানগুলোতে এখন কম্বলে ভর্তি। সাজিয়ে রাখা হয়েছে দোকানের বাইরে। হালকা শীতে কাঁথার চেয়ে কম্বল নিতেই মানুষের আগ্রহ বেশি। প্রতিটি কম্বল ছয় শ’ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে। ৫০ হাজার জাল রুপীসহ আটক এক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া এলাকা থেকে শুক্রবার রাতে ভারতীয় ৫০ হাজার জালরুপীসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে হাবিবুর রহমান (৩৮)। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা এএসপি একেএম এনামুল করিম শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া এলাকায় শুক্রবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে হাবিবুরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ৫০ হাজার জালরুপী উদ্ধার করে র‌্যাব। অস্ত্রসহ সন্ত্রাসী আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইমান আলীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা চেকপোস্টে তাকে আটক করা হয়েছে। ইমান উপজেলার চামটা গ্রামের মোহর আলীর ছেলে। মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলায় নিয়মিত পুলিশী তল্লাশির সময় একটি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসী ইমান আলী সেখানে পৌঁছলে পুলিশ তার ব্যাগ তল্লাশি করে মুগ ডালের মধ্যে মিষ্টি কুমড়ার ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দুটি ম্যাগজিন, দুটি মূর্তি ও বন্দুকের ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় ইমান আলীর দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও পিস্তলের দুই রাউন্ড গুলি জব্দ করে। এ সময় তাকেও আটক করা হয়। মন্দিরে হামলার হোতা গ্রেফতার সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২৬ নবেম্বর ॥ মাধবপুর উপজেলার হরিশ্যামা গ্রামে মন্দির, বাড়িঘরে হামলার মূল হোতা শিশু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ শনিবার দুপুরে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, নাসিরনগরে রসরাজ নামে এক যুবকের ফেসবুকে ইসলাম ধর্মের পবিত্র কাবাশরিফকে অবমাননা করে একটি পোস্টকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর রাতে হরিশ্যামা পালপাড়া ও দাশপাড়ায় শিশু মিয়ার নেতৃত্বে অন্তত শতাধিক লোক হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় মন্দিরে হামলা, ভাংচুর করে। এ ঘটনায় হরিশ্যামা গ্রামে মনোরঞ্জন দাস বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে ১০০/১২০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশীষ কুমার মৈত্র জানান, ধৃত শিশু মিয়া ঘটনার মূল হোতা ও এজাহারের ২নং আসামি। মামলা রুজুর পর থেকেই গ্রেফতার এড়াতে শিশু মিয়া পলাতক ছিল। এ্যাডভোকেসি সভা স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শনিবার বিনামূল্যে আইনগত সহায়তাবিষয়ক এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা ও দায়রা জজ আবুল কাসেম মোহাম্মাদ মোস্তফা সভাপতিত্ব করেন। কক্সবাজার ভার্সিটির পুরস্কার বিতরণী স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জঙ্গীবাদ, মাদক, বাল্যবিয়ে, কুসংস্কারকে প্রতিরোধ করে সামনে ধাবিত হয়ে আমাদের জাগতে হবে, জাগাতে হবে। জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে নিজেকে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে আইন বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিস্টার প্রোগ্রাম, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও এলপিএল ক্রিকেট ২০১৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল কাশেম এসব কথা বলেন। শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, আইন পেশায় যারা জড়িত, তারা সবক্ষেত্রে পারদর্শী। এজন্য তাদের সমাজের অনেকেই ভয় পায়। এটা আমরা বাস্তবে প্রমাণ পেয়েছি। তোমরাও একদিন সমাজে অবদান রাখতে পারবে। আগামী কয়েক বছর পর কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন নগরীতে পরিণত হবে। তখন সমুদ্রঘেঁষা এ বিশ্ববিদ্যালয়ের মান অনেক উঁচুতে উঠবে। কক্সবাজারের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক নাঈম আলিমুল হায়দারের সভাপতিত্বে ও আইন বিভাগের শিক্ষিকা সায়িদা তালুকদার রাহির পরিচালনায় অনুষ্ঠানে ১৫ কৃতী শিক্ষার্থী ও এলপিএল ক্রিকেট ২০১৬-এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের দুজন আটক শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের অনার্স সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে নিজ ক্যাম্পাসের এক শিক্ষার্থীসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এছাড়াও আর ৫ ভর্তিচ্ছুকে শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আখতার হোসেন। তিনি বলেন, শনিবার দুপুরে এদের একজনকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অপরজনকে কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে। আটককৃত আল আমিন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী। আর আটককৃত ইশরাত ইমতিয়াজ হৃদয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সুন্দরবনে লাখ টাকার কাঠ জব্দ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কোস্টগার্ডের অভিযানে এক লাখ টাকার পশুর কাঠ জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে জোড়সিং এলাকার ছোলাইমান আলীর পুকুরে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা এ কাঠ জব্দ করে। আংটিহারা কোস্টগার্ডের চীফ পেটি অফিসার ইকবাল বাহার পশুর কাঠ জব্দ করার বিষয়টি নিশ্চিত করে জানান, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ময়মনসিংহে পরিচ্ছন্ন অভিযান স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের ফুটপাথ থেকে অবৈধ দখলদার উচ্ছেদসহ পোস্টার-ব্যানার আর ফেস্টুনের জঞ্জাল অপসারণে চলমান পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গাঙিনাপাড়, ওষুধের পাইকারি ব্যবসা কেন্দ্র দুর্গাবাড়ি রোড, সিকে ঘোষ রোড ও রামবাবু রোডের ময়লা-আর্বজনা ও জঞ্জাল অপসারণ করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। এ সময় জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক টিটু, আনসার ভিডিপি কর্মকর্তা, নাগরিক আন্দোলনের সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বেসরকারী উন্নয়ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন। বুনিয়াদি প্রশিক্ষণের সমাপ্ত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শনিবার গজারিয়ার চর বাউশিয়ায় ইঞ্জিনিয়ার স্টাফ কলেজে এলজিইডির প্রকৌশলীদের ২৭ ও ২৮তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী। এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী গজারিয়াস্থ ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে ২৭টি গাছের চারা রোপণ, দেয়াল পত্রিকা উদ্বোধন, প্রশিক্ষণার্থীদের ক্লাস নেয়াসহ নানা কার্যক্রমে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আজিজ, এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, কোর্স কো-অর্ডিনেটর তরফদার এ. মাহমুদ প্রমুখ। খুলনায় উদ্ভাবনী আইডিয়া নিয়ে কর্মশালা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলার উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়নের অগ্রগতি নিয়ে একটি কর্মশালা শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সরকারের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। সকালে কর্মশালার উদ্বোন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল ও পাইকগাছা ইউএনও নাহিদ উল মোস্তাক। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দফরের প্রায় ১০০ কর্মকর্তা কর্মশালায় অংশ নেন। কর্মশালায় জানানো হয়, খুলনার জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন দফতর ইতোমধ্যে ২০০টি উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করছে। এর মধ্যে শুধু দাকোপ উপজেলায় রয়েছে ৫৬টি উদ্ভাবনী আইডিয়া। জামায়াত নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের রামপালে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি আসাদুজ্জামান নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আসাদুজ্জামান বর্তমানে রামপাল উপজেলা জামায়াতের সদস্য ও শ্রমিক ফেডারেশনের সভাপতি। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবিরের উপজেলার সভাপতি ছিলেন।
×