ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশকে আধুনিক করা হচ্ছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫২, ২৭ নভেম্বর ২০১৬

পুলিশকে আধুনিক করা হচ্ছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ নবেম্বর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, উন্নয়নের পূর্ব শর্ত হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। বর্তমান সরকার সন্ত্রাসমুক্ত, জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে দেশের শান্তিশৃঙ্খলা অটুট রেখেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই সরকার পুলিশ বাহিনীকে আধুনিকীকরণ করার সকল চেষ্টা অব্যাহত রেখেছে। পুলিশ জনগণের বন্ধু। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। শনিবার নওগাঁ জেলাধীন নিয়ামতপুর থানার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবশে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার মাজাম্মেল হক বিপিএম, পিপিএমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। মাদকের আসরে ছুরিকাঘাতে যুবক খুন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের ডেঙ্গু বেপারী রোডে শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে রবীন (২৫) নামে এক যুবক। এ ঘটনায় পুলিশ জীবন ও দিহান নামে দুই যুবককে আটক করেছে। নেশার আসরে কথাকাটাকাটির একপর্যায়ে এ হত্যাকা-ের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জীবন মোবাইল ফোনে ডেকে আনে শহরের চামড়া গুদাম এলাকার রবীনকে। পরে শহরের ডেঙ্গু বেপারী রোডের হোমিও কলেজের ভেতরে মাদকের আসর জমায় জীবন, রবীন ও দিহানসহ চার বন্ধু। নেশা করার একপর্যায়ে কথাকাটাকাটির সময় বন্ধুর ছুরিকাঘাতে খুন হয় রবীন। স্থানীয়রা রবীনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবীনকে মৃত ঘোষণা করে। গোবিন্দগঞ্জে শিক্ষিকার লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সহকারী শিক্ষিকা আলেমাতুন শাহী রিমতির (৩৮) ঝুলন্ত লাশ শনিবার উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর স্বামী বাড়ি থেকে পালিয়েছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া গ্রামের সাবেক সহকারী শিক্ষা অফিসার শাহ আলমের মেয়ে আলেমাতুন শাহী রিমতি বোয়ালিয়া হাই স্কুলের সহকারী শিক্ষিকা, তার লাশ সকালে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পারিবারিক সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত আব্দুল জোব্বারের পুত্র সিআইডির এসআই শাহজাহানের স্ত্রী আলেমাতুন শাহী তার দুই সন্তান নিয়ে বগুড়ায় বাসা ভাড়া নিয়ে থাকেন। রিমতি বোয়ালিয়া নিজস্ব বাসায় থেকে শিক্ষকতা করেন। নিহতের পরিবার অভিযোগ করে স্বামী শাহজাহান স্ত্রী আলেমাতুন শাহী রিমতিকে হত্যা করেছে। আন্তঃবিভাগ বিতর্ক ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ইবি ডিবেটিং সোসাইটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জানা যায়, শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলোনায়তনে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান। বিলে জাল ফেলা উৎসব স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আঠাউর বিলে জাল ফেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার স্থানীয় লঙ্গর নদীর তীরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সমবায় সমিতির সভাপতি কালীচরণ দাসের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। নাসিরপুর গ্রামের চার শতাধিক মাছ ধরার নৌকা জাল বাইচ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দিনভর বিলের বিভিন্ন স্থানে জাল ফেলে মাছ ধরা হয়। অন্তত দেড় শতক ধরে এখানকার জেলেরা প্রতি বছর ১২ অগ্রহায়ণ আঠাউর বিল থেকে মাছ ধরে আসছে।
×