ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে দুই মাস ধরে এক পরিবার একঘরে

প্রকাশিত: ০৩:৫২, ২৭ নভেম্বর ২০১৬

আত্রাইয়ে দুই মাস ধরে এক পরিবার একঘরে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ নবেম্বর ॥ আত্রাইয়ে একটি পরিবারকে প্রায় ২ মাস ধরে সামাজিকভাবে একঘরে করে রেখেছে স্থানীয় সমাজপতিরা। ফলে ওই পরিবারের সামাজিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। নিজ বাড়িতে দীর্ঘদিন থেকে এককভাবে অবরুদ্ধ থাকায় মানসিক ভারসাম্য হারাতে বসেছেন ওই পরিবারের গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার বিশা ইউনিয়নের বিশা ভাটোপাড়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের মকবুল হোসেনের স্ত্রী রেখাবানু (৫০) সম্প্রতি একই গ্রামের নন্দিপাড়ায় গড়ে ওঠা একটি মাজারে মানত দিতে যান। ওই মাজারের কথিত খাদেম আতিকুরের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গ্রাম্য সালিশে মকবুলের পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা দাবি করা হয়। ইতোমধ্যেই রেখাবানু মাতব্বরদের দাবিকৃত ৩০ হাজার টাকা কাশেম মাস্টারের ছেলে বাবুর কাছে জমা দেন। এরপরও সমাজের মাতব্বররা মকবুলের পরিবারকে গত কোরবানি ঈদের পর থেকে একঘরে করে রাখার ঘোষণা দেয়। সে অনুযায়ী প্রায় ২ মাস থেকে ওই পরিবারের লোকজনের সঙ্গে সমাজের লোকজন সকল প্রকার লেনদেন, ওঠা-বসা ও কথাবার্তা বন্ধ করে দেয়। এমনকি গত ১৫-২০ দিন পূর্বে মকবুলের চাচাত ভাই মোসলেম উদ্দীন মারা যান। রেখার স্বামী মকবুল তার জানাজায় অংশ নেয়ার জন্য গেলে মাতব্বররা তাকে জানাজার কাতার থেকে বের করে দেয়। মকবুলের স্ত্রী রেখাবানু বলেন, আমার ২ ছেলে প্রবাসী, আমাদের ভাল খাওয়াপড়া সমাজের চক্ষুশূল হয়েছে। এজন্য ভিত্তিহীন অভিযোগ তুলে আমাদের একঘরে করা হয়েছে। রেখা বানুর স্বামী মকবুল হোসেন বলেন, তাদের অভিযোগের কোন সত্যতা নেই। অন্যায়ভাবে তারা আমাদের একঘরে করে রেখেছে। সমাজের মাতব্বর কাবের মাস্টার বলেন, মাজারের ছেলে আতিকুলের সঙ্গে রেখার অবৈধ সম্পর্কের কারণে একঘরে করে রাখা হয়েছে। আরেক মাতবর আব্দুস ছাত্তার বলেন, নারীঘটিত কারণে সামাজিকভাবে বৈঠক করে রেখা বানুর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা না দেয়ায় তাদের একঘরে করা হয়েছে। জানাজা থেকে বের করে দেয়া প্রসঙ্গে মাতব্বর ছাত্তার বলেন, যেহেতু সমাজ থেকে একঘরে, তাই মকবুলকে জানাজা থেকে বের করে দেয়া হয়েছে। এ ব্যাপারে জরিমানার টাকা গ্রহীতা বাবু বলেন, আমাকে তারা জরিমানার ৫ হাজার টাকা দিয়েছে, বাকি ২৫ হাজার টাকা দেয়নি।
×