ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নশরৎপুর রেলগেট এলাকায় ডাকাতি বেড়েছে

প্রকাশিত: ০৩:৪৮, ২৭ নভেম্বর ২০১৬

নশরৎপুর রেলগেট এলাকায় ডাকাতি বেড়েছে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৬ নবেম্বর ॥ গাইবান্ধার ত্রিমোহিনী-বাদিয়াখালি সড়কের বোয়ালী ইউনিয়নের নশরৎপুর রেলগেট সংলগ্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই বেড়েছে। রাতে ট্রেন ও বাসে আসা যাত্রী ও ওই পথে চলাচলকারীরা প্রতিনিয়তই ছিনতাইকারীদের কবলে পড়ে টাকা, মোটরসাইকেল, মোবাইলসহ সবকিছু হারাতে হচ্ছে। এছাড়া সংঘবব্ধ ছিনতাইকারীদের মারপিট এবং সন্ত্রাসী হামলার শিকার হয়ে অনেকে গুরুতর আহত হয়ে পড়ছে। এসব ব্যাপারে অনেকে থানায় মামলা করতেও সাহসী হচ্ছে না। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটে ভিএইড রোডস্থ হাসপাতাল সংলগ্ন রাস্তায় এনজিও কর্মী আব্দুর রউফ গণউন্নয়ন কেন্দ্র সংলগ্ন তার মৎস্য খামার থেকে ফেরার পথে রেলগেটের কাছে ডাকাত দলের হামলার শিকার হয়। রাস্তায় কলাগাছ ফেলে ধারাল অস্ত্রেসজ্জিত ৬ জনের একটি ডাকাত দল তাকে আটকায় এবং অর্থ, মোবাইল ছিনতাই করে নেয় এবং তার হাত-পা বেঁধে তাকে হত্যা করার চেষ্টা চালায়। এ সময় তাকে ধারাল ক্রিচ দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ডাকাত দল তার মোটরসাইকেল ও তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নশরৎপুর এলাকার ৬ থেকে ৭ জনের চিহ্নিত একটি ডাকাত দল ওই এলাকায় দীর্ঘদিন থেকে ছিনতাই ও ডাকাতি করে আসছে। তাদের সন্ত্রাসী তৎপরতায় এলাকার লোকজনসহ পথচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্টামফোর্ডে সিএসই ফেস্ট অনুষ্ঠিত বুধ-বৃহস্পতিবার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স বিভাগের আয়োজনে সিএসসি ফেস্ট ২০১৬ অনুষ্ঠিত হয়। আয়োজনে স্টামফোর্ডসহ দশটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে এবং কলেজ পর্যায়েও অনেক প্রজেক্টে ঢাকার নামকরা কলেজগুলো অংশগ্রহণ করে। বুধবার সকাল দশটায় ‘সিএসই ফেস্ট ২০১৬’-এর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল মতিন, বিভাগীয় চেয়ারম্যান ড. কামরুদ্দিন নূর। উদ্বোধনের পর অতিথিবৃন্দ প্রজেক্টগুলো পরিদর্শন করেন। বৃহস্পতিবার ফেস্টের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে বেসিসের প্রেসিডেন্ট মুস্তাফা জাব্বার, অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. লুৎফর রহমান, বেসিসের ডিরেক্টর ও কনভেনর রিয়াদ এসএ হুসাইন, স্টামফোর্ড ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের একাডেমিক এ্যাডভাইজর প্রফেসর ড. মাহফুজুল ইসলাম, সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. কামরুদ্দিন নূর উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×