ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একতরফা নয়, সমঝোতার ইসি চান খালেদা জিয়া

প্রকাশিত: ০২:৩৭, ২৬ নভেম্বর ২০১৬

একতরফা নয়, সমঝোতার ইসি চান খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ পরবর্তী নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আবারও আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানিয়েছেন বলেন, বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। খালেদা জিয়ার টুইট বার্তায় এক তরফা নয়, সমঝোতার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের তাগিদ দেন। সকলের ভোটের অধিকার রক্ষায় এই সমঝোতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শনিবার সকালে তাঁর একাউন্ট থেকে পোস্ট করা টুইট বার্তায় আরও উল্লেখ করেন যে, আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ইসি গঠনের দাবি বিএনপির একার নয়। এটা কোনো তুচ্ছ বিষয়ও নয়। এর সঙ্গে সকলের ভোটের অধিকার রক্ষার বিষয় জড়িত বলে তিনি তাঁর বার্তায় ইংগীত দেন। তিনি বলেন, এজন্য আলোচনার দরকার। উল্লেখ্য, পরবর্তী নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ১৮ নভেম্বর বিএনপির পক্ষ থেকে কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছেন। পরে টুইট বার্তায় এই প্রস্তাবনাই শেষ কথা নয় এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেছিলেন, আমার উপস্থাপিত প্রস্তাবনা আলোচনা শুরুর ভিত হতে পারে। ওই প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে সরাসরি উপস্থাপনের জন্যও বিএনপি উদ্যোগ নিয়েছে। শনিবারের টুইট বার্তায় খালেদা জিয়া পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে সেই আলোচনার আহ্বানেরই পুনরাবৃত্তি করলেন। তাঁর এই টুইট বার্তা বাংলা ও ইংরেজী ভাষায় পোস্ট করা হয়। শনিবার অপর এক টুইট বার্তায় খালেদা জিয়া কিউবার সদ্য প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোকে জনগণের অকৃত্রিম বন্ধু এবং বিপ্লবী বীর বলে উল্লেখ করেছেন। ফিদেল কাস্ত্রো মানবেতিহাসে চিরদিন বেঁচে থাকবেন বলেও খালেদা জিয়া তাঁর টুইট বার্তায় উল্লেখ করেন।
×