ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরকে টপকে দ্বিতীয় স্থানে ঢাকা

প্রকাশিত: ০১:১৭, ২৬ নভেম্বর ২০১৬

রংপুরকে টপকে দ্বিতীয় স্থানে ঢাকা

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ২৭তম ম্যাচে জয় দিয়ে রংপুরকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা ডাইনামাইটস। শনিবার মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে তারা হারিয়েছে ৩২ রানের ব্যাবধানে। এ জয়ে রংপুরের চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে গেছে সাকিব আল হাসানের ঢাকা। ৮ ম্যাচে ৫ জয় নিয়ে সাকিবদের পয়েন্ট এখন ১০। আর ৭ ম্যাচে সমান জয় নিয়ে রংপুরের পয়েন্টও ১০। অপরদিকে, এ ম্যাচেও হারের ফলে ৮ ম্যাচে ১ জয়ে যথারীতি ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে পড়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকার দেওয়া ১৭১ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় কুমিল্লা। ঢাকার পক্ষে দুর্দান্ত বোলিং করে ৩ টি উইকেট তুলে নিয়েছেন দলটির ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো। ৪ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে তিনি একাই তুলে নিয়েছেন ৩ টি উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন সাকিব, আবু জায়েদ, মোহাম্মদ শহীদ, নাসির হোসেন ওসিকুজি প্রসন্ন। কুমিল্লার পক্ষে সর্বোচ্চ এসেছে দলটির পাক ওপেনার খালিদ রতিফের ব্যাট থেকে। ৩৩ বল খেলে তিনি সংগ্রহ করেছেন ৩৮ রান। হাঁকিয়েছেন ৪ টি চার ও ১ টি ছক্কা। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা অধিনায়ক সাকিব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৭০ রান। ঢাকার হয়ে এদিন ওপেনিং জুটিতে নামেন কুমারা সাঙ্গাকারা এবং মেহেদি মারুফ। তাদের জুটি থেকে দলে ৩৮ রান আসে। এরপর ব্যক্তিগত ২২ রানে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন মারুফ। ১৭ বলের এ ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। সাঙ্গাকারা ও জয়াবর্ধনে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে আফগান বোলার রশিদ খান তাদের দুজনকেই সরাসরি বোল্ড আউট করে সাজঘরে ফেরান। দুজনেই চারটি চোরের মারে সাঙ্গাকারা ৩৩ রান ও জয়াবর্ধনে ৩১ রান করেন। এরপর অধিনায়ক সাকিব ও মোসাদ্দেক হোসেন দলের হাল ধরার চেষ্টা করেন। এ জুটি থেকে দলে ৪৬ রান আসে। মোসাদ্দেক ১৮ দুটি চার ও একটি ছক্কার মারে ২৫ রানের চমৎকার একটি ইনিংস খেলে বিদায় নেন। এদিন সাকিবের ২৬ বলে ৪১ রানের হার না মানা দুরন্ত ইনিংসে দলের চ্যালেঞ্জিং স্কোরে অবদান রেখেছে। এ ইনিংসে তিনি চারটি চার ও একটি ছক্কার মার হাঁকিয়েছেন। এছাড়া সিকুজি প্রসন্ন ৪ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন। কুমিল্লার হয়ে রশিদ খান ২টি এবং ১টি করে উইকেট নেন নাবিল সামাদ ও সোহেল তানভীর। ঢাকা ডায়নামাইটস একাদশ : মেহেদি মারুফ, কুমারা সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, সিকুজি প্রসন্ন, ডোয়াইন ব্রাভো, সানজামুল ইসলাম, নাসির হোসনে, আবু জায়েদ, মোহাম্মদ শহিদ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : নাজমুল হোসেন শান্ত, খালিদ লতিফ, ইমরুল কায়েস, আহমেদ শেহজাদ, রশিদ খান, মাশরাফি মর্তুজা, সোহেল তানভীর, মোহাম্মদ শরিফ, লিটন দাস, আল আমিন, নাবিল সামাদ।
×