ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৮.৬৮ শতাংশ

প্রকাশিত: ০১:১৬, ২৬ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৮.৬৮ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ২৮ দশমিক ৬৮ শতাংশ। একই সপ্তাহে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১.৯৭ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, গত কিছুদিন ধরেই পুঁজিবাজারে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি বিনিয়োগকারীদের আলাদা আগ্রহ বেড়েছে। আগের তুলনায় কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে মুনাফা বাড়া এবং সদ্য জুন ক্লোজিং কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণার পরে ডিসেম্বর ক্লোজিং কোম্পানিকে ঘিরে বিশেষ আগ্রহ বেড়েছে। অন্যদিকে জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানি খুলনা পাওয়ারের উদ্যোক্তা ইউনাইটেড এন্টারপ্রাইজের একদিনে ৮২৮ কোটি টাকা শেয়ার বিক্রির কারণে বুধবারে ৫ বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। এছাড়া গড়ে ৬শ কোটি টাকার ওপর ডিএসইতে লেনদেন হচ্ছে। এটিও বাজারের জন্য ইতিবাচক। জানা গেছে, গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ৯৭৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৯০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৮৮৬ কোটি ৫৩ লাখ টাকা। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১ দশমিক ১৪ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৬৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ২৮ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৯৫ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৯৭ শতাংশ বা ৯২ দশমিক ৭৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৬৩ শতাংশ বা ১১ দশমিক ০৮ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৯৪ শতাংশ বা ১০ দশমিক ৫৭ পয়েন্টে। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এবি ব্যাংক, বে´িমকো, ডরিন পাওয়ার, স্কয়ার ফার্মা, বিবিএস, কাসেম ড্রাইসেল, গ্রামীন ফোন, ড্রাগন সোয়েটার, বিট্রিশ আমেরিকান ট্যোবাকো ও গোল্ডেন হার্ভেস্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল পলিমার, দেশ গার্মেন্টস, আমান ফিড, এমবে ফার্মা, বিবিএস, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, মডার্ন ডাইং, মুন্নু স্টাফলারস ও ইয়াকিন পলিমার। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৭টি কোম্পানির। আর দর কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২১১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ৮১ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টি কোম্পানির। আর দর কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।
×