ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেলের ইনজুরিতে ভাগ্য ফিরল রদ্রিগেজের

প্রকাশিত: ২০:১৩, ২৬ নভেম্বর ২০১৬

বেলের ইনজুরিতে ভাগ্য ফিরল রদ্রিগেজের

অনলাইন ডেস্ক ॥ ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়লেন রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেল। তবে বেলের ইনজুরিতে কিন্তু আরেকজনের কপাল খুলে গিয়েছে। তিনি হলেন জেমস রদ্রিগেজ। গোড়ালির ইনজুরির কারণে এ বছরের বাকি সময়টা আর মাঠে নামতে পারবেন না বেল। আগামী মঙ্গলবার লন্ডনের কিং এডওয়ার্ড সেভেন হাসপাতালে বিখ্যাত সার্জন ও গোড়ালি বিশেষজ্ঞ জেমস কালডেরের অধীনে অস্ত্রোপচার করা হবে তার। এছাড়া রিয়ালের দুই চিকিৎসকও থাকবেন তার সঙ্গে। অস্ত্রোপচার করা হলে তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে বেলকে। তবে বেলের এই চোটের সুবাদে সুসংবাদই পেলেন রদ্রিগেজ। চলতি বছরের শুরু থেকেই রিয়ালের একাদশে সুযোগ মিলছিল না এই কলম্বিয়ান ফরোয়ার্ডের। তবে আগামী ম্যাচগুলোতে বেলের অনুপস্থিতিতে একাদশে ফেরার সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে তার। রিয়ালের কোচ জিনেদিন জিদান বলেন, ‘সকলের জন্যই দরজা খোলা রয়েছে। এখন খেলতে প্রস্তুত জেমস।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি না যে এটা সত্যি তিনি (রদ্রিগেজ) কখনোই খেলেননি। আর আমি এটাও মানছি না যে ও কখনো সুযোগ পায়নি। আমি মনে করি ওর এই ক্লাবেই থাকা উচিত।’ প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে লিসবন স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন বেল।
×