ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিন্ধুর পানি পাকিস্তানে গড়াতে দেব না ॥ মোদি

প্রকাশিত: ০৮:০৯, ২৬ নভেম্বর ২০১৬

সিন্ধুর পানি পাকিস্তানে গড়াতে দেব না ॥ মোদি

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সিন্ধু নদের পানি পাকিস্তানে আর গড়িয়ে যেতে দেব না। এ নদের পানি আমাদের কৃষকদের। পাঞ্জাব রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে রেখে শুক্রবার এক জনসভায় তিনি এ কথা বলেন। খবর এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও ডনের। মোদি বলেন, সিন্ধু নদের পানিতে ভারতের অধিকার রয়েছে...এর পানি প্রবাহিত হয়ে পাকিস্তানে যায়। পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত ওই পানি সাগরে চলে যায়। সেই পানি ভারতের কৃষকদের। আমাদের কৃষকদের পর্যাপ্ত পানি দিতে আমাদের যা যা করা দরকার, তা-ই করব। কংগ্রেসের উদ্দেশে মোদি বলেন, দিল্লীতে সরকার আসে আর সরকার যায়... কেউ কৃষকদের সমস্যার বিষয়ে মনোযোগ দেয়নি। পাকিস্তান এর পূর্ণ সুবিধা গ্রহণ করেছে, কিন্তু আর নয়। আইনসঙ্গতভাবে যেটা কৃষকদের, সেটা তারা পাবেন, আমি এ নিশ্চয়তা কৃষকদের দিতে চাই। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান সিন্ধুর পানি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কাশ্মীরের ছয়টি নদী দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়। ঠিক হয়, পশ্চিম দিকের তিনটি নদ-নদী সিন্ধু, চেনাব ও ঝিলমের পানির ওপর পাকিস্তানের পূর্ণ অধিকার থাকবে। আর পূর্ব প্রান্তের তিন নদী বিপাশা, ইরাবতী ও শতদ্রুর পানির ওপর নিয়ন্ত্রণ থাকবে ভারতের। চুক্তি অনুযায়ী, পাকিস্তানে যাওয়া সিন্ধু নদের ২০ শতাংশ পানি ভারত চাষ, পরিবহন ও বিদ্যুত উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে। তবে এ পর্যন্ত কখনও ভারত তার দাবি আদায়ে সচেষ্ট হয়নি। তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনাসদস্য নিহত হওয়ার পর ভারত সিন্ধু পানি চুক্তি পুনর্বিবেচনার কথা বলছে। পাকিস্তান বলেছে, সিন্ধু পানি চুক্তি থেকে সরে যাওয়াকে পাকিস্তানের বিরুদ্ধে ‘শত্রুতা’ হিসেবে বিবেচনা করা হবে।
×