ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুঁড়িয়ে চলছে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশিত: ০৬:২৭, ২৬ নভেম্বর ২০১৬

খুঁড়িয়ে চলছে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্স

প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আবার, হাতেগোনা কয়েক চিকিৎসক থাকলেও বেশিরভাগ সময় তারা থাকেন বেসরকারী ক্লিনিকে। এতে কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দূর-দূরান্তের রোগী। এদিকে সমস্যা সমাধানের চেষ্টা চলছে দাবি করে সিভিল সার্জন জানালেন, চিকিৎসকদের কোন গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসার জন্য এই সরকারী হাসপাতালটি একমাত্র ভরসাস্থল। ৫০ শয্যার এ হাসপাতালে গত এক দশক ধরে চলছে চিকিৎসক ও নার্স সঙ্কট। অন্যান্য পদে পর্যাপ্ত লোকবল না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি। নেই জরুরী বিভাগে শয্যা কিংবা অপারেশন থিয়েটার। এছাড়া রোগ নির্ণয়ের কোন ব্যবস্থা না থাকায় পরীক্ষা-নিরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। এদিকে, যথাযথ নজরদারি না থাকায় হাসপাতালের অনেক চিকিৎসক প্রাইভেট ক্লিনিকে দিনের বেশিরভাগ সময় রোগী দেখেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয় দূর-দূরান্তের রোগীকে। আর বরাবরের মতো, জেলার সিভিল সার্জন ডাঃ হাসিনা আকতার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন। Ñস্টাফ রিপোর্টার
×