ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিষান কিষানির মুখে হাসি

প্রকাশিত: ০৬:২৩, ২৬ নভেম্বর ২০১৬

কিষান কিষানির মুখে হাসি

নতুন ধান্যে হবে রে নবান্ন। আবহমান কালের বাঙালীর এই ঐতিহ্যকে ধরে রাখতে রোপা-আমন ধান কাটা-মাড়াইয়ের ধুম পড়েছে। ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। প্রতিবছর ১ অগ্রহায়ণ বাঙালীর ঘরে ঘরে নবান্ন উৎসব শুরু করে পুরো মাস পর্যন্ত চলে। নবান্নের দিন নতুন ধানের পিঠা, পায়েস, নতুন চালের আটার শিরনি, নতুন চালের ভাত, হরেক রকমের শীতের শাক-সবজি আর বিভিন্ন ধরনের মাছের তরকারি রেঁধে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনদের নিয়ে এক সঙ্গে খাওয়ার আনন্দই আলাদা। ক্ষেতের নতুন ধান কাটার পর নবান্ন উৎসব পালিত হয় আদিকাল থেকে। যদিও বোরো ধান চাষে মানুষ ঝুঁকে পড়ায় রোপা আমন চাষের কদর কিছুটা হলেও কমেছে। তবে বাঙালীর চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসবের তেমন কোন পরিবর্তন নেই। এবার বাংলা ও বাঙালীর এই ঐতিহ্যকে চিরস্মরণীয় করে ধরে রাখতে কৃষকের পাশাপাশি সরকারীভাবেও দিবসটি পালন করা হয়। সে অনুযায়ী ১ অগ্রহায়ণ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচীর মধ্য দিয়ে নবান্ন উৎসব পালন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা, পায়েসের স্টল, কাবাডি খেলা, হাঁস খেলা, মিষ্টি খাওয়ার প্রতিযোগিতাসহ আনন্দদায়ক খেলাধুলার আয়োজন করা হয়। Ñবিশ্বজিৎ মনি, নওগাঁ থেকে
×