ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শক্তিশালী ভারতের মুখোমুখি আজ বাংলাদেশের মেয়েরা

মহিলা এশিয়া কাপ টি২০

প্রকাশিত: ০৬:২১, ২৬ নভেম্বর ২০১৬

মহিলা এশিয়া কাপ টি২০

স্পোর্টস রিপোর্টার ॥ আসরের শুরুতেই কঠিন পরীক্ষা। নিজেদের চেয়ে কাগজে-কলমে অনেক বেশি শক্তিধর ভারত মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে আসরের উদ্বোধনী ম্যাচে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে। মহিলা এশিয়া কাপ টি২০ আসরে বাংলাদেশের মেয়েদের জন্য আরেকটি বড় পরীক্ষা হচ্ছে নতুন অধিনায়ক রুমানা আহমেদের নেতৃত্বে খেলবে তারা। দলের অধিনায়ক হওয়ার পর আজই প্রথম মাঠের পরীক্ষা অলরাউন্ডার রুমানার। গতবার প্রথম টি২০ এশিয়া কাপে শিরোপধারী ভারতের বিরুদ্ধে রুমানাদের কঠিন চ্যালেঞ্জ আজ। এর আগে ভারতের মহিলা দলের বিরুদ্ধে কখনও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। সর্বাধিক ৮ টি২০ এই ভারতীয় মহিলা দলের বিরুদ্ধেই খেলেছে বাংলাদেশ। কিন্তু ৮ বারই পরাজিত হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ৩১টি আন্তর্জাতিক টি২০ খেলে জয় এসেছে মাত্র ৫টি। এরমধ্যে দুটি করে জয় আছে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা মহিলা দলের বিরুদ্ধে। বড় ও শক্তিধর বলতে শুধু দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে একটি জয় তুলে নেয়ার রেকর্ড আছে। সেদিক থেকে এবারের এশিয়া কাপে বাংলাদেশ মহিলা দলের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান মহিলা দল। এর মধ্যে প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হবে। নতুন অধিনায়ক রুমানার অধীনে এবার নিজেদের কতখানি গুছিয়ে নিতে পেরেছে মেয়েরা সেটাই দেখার বিষয়। জাতীয় মহিলা দলের সর্বশেষ ম্যাচে দারুণ বোলিং করে প্রথম বাংলাদেশী নারী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বিরল হ্যাটট্রিক করেছিলেন তিনি। আর ব্যাটে-বলে ধারাবাহিকভাবে নৈপুণ্য দেখান রুমানার এখন দল পরিচালনার ক্ষেত্রে সামর্থ্য ও যোগ্যতা দেখার অপেক্ষা। গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন রুমানা। সেটাই নারী দলের সর্বশেষ আন্তর্জাতিক খেলা। দীর্ঘ বিরতির পর এবার এশিয়া কাপে কতটা ভাল করতে পারবে দল সেটা নিয়েও আছে সংশয়। ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের অধীনে গত একমাস শুধু অনুশীলনেই প্রস্তুতিটা নিতে হয়েছে। সেটা এখন মাঠে প্রয়োগ করে ভাল কিছু করার অপেক্ষা। ভারতের বিরুদ্ধে ৮ ম্যাচে মাত্র একবারই ১০০ রানের বেশি করতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। ২০১৩ সালের ৫ এপ্রিল বাংলাদেশের মেয়েরা করেছিল ৭ উইকেটে ১১৩। এসব কারণে আজ ভারতের বিরুদ্ধে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচে ভাল করতে পারলে ফাইনালে ওঠার প্রত্যাশা পূরণ হবে বলে মনে করেন অধিনায়ক রুমানা। তিনি বলেছেন, ‘মূল লক্ষ্য ভারতকে ধরা। আমরা যদি ভারতের সঙ্গে ভাল করতে পারি, ইনশাআল্লাহ ফাইনাল পর্যন্ত যেতে পারব। আমি নিজেদেরও খুব শক্তিশালী ভাবছি।’ এ দলে টি২০ ক্রিকেটের অন্যতম দেশসেরা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সালমা খাতুনও আছেন। তিনি ৩০ উইকেটের পাশাপাশি ৪৪৪ রান করেছেন ৩০ টি২০ খেলে যা দেশের সেরা। এরপরই ব্যাটে-বলে তার পেছনে রুমানা ৩১ ম্যাচে ৪২০ রান ও ২০ উইকেট নিয়ে। তবে টি২০ ক্রিকেটে শক্তিধর ভারতের মেয়েরা এ আসরের ফেবারিট। তারা ৬৯ টি২০ খেলে ৩৩ জয়ের বিপরীতে হেরেছে ৩৬ ম্যাচ। গত আসরে প্রথমবার টি২০ ফরমেটের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল চীনের গুয়াংজুতে। সেখানে শিরোপা জিতেছিল ভারতীয় দলই। পাকিস্তানকে ফাইনালে ১৯ রানে হারিয়েছিল। এবারও ভারতই ফেবারিট।
×