ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়ান অনুর্ধ-১৪ টেনিস শুরু আজ

প্রকাশিত: ০৬:২১, ২৬ নভেম্বর ২০১৬

এশিয়ান অনুর্ধ-১৪ টেনিস শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদক্রমে বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা’ আজ থেকে শুরু হচ্ছে। ঢাকার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ২ ডিসেম্বর। এতে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, হংকং, ভারত, দক্ষিণ কোরিয়া, লাওস, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার মোট ৩৭ (বালক ১৮, বালিকা ১৯) খেলোয়াড়। প্রতিযোগিতার শীর্ষ বাছাই বালক এককে শ্রীলঙ্কার কাভিশা রতœায়েক এবং বালিকা এককে দক্ষিণ কোরিয়ার বোইয়ং জিয়ং। ইভেন্টগুলো হলো : বালক একক, বালিকা একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈত। বাছাইপর্বের খেলা ২৬ ও ২৭ নবেম্বর। মূলপর্বের সাইন-ইন ও ড্র হবে ২৭ নবেম্বর থেকে। খেলা হবে কনস্যুলেটেড ফরমেটে।
×