ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাডিলেডে খাজার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জবাব

প্রকাশিত: ০৬:২১, ২৬ নভেম্বর ২০১৬

এ্যাডিলেডে খাজার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জবাব

স্পোর্টস রিপোর্টার ॥ ডেভিড ওয়ার্নারের কাঁধের ব্যথার কারণে ওপেন করার সুযোগ পেয়েছেন। সেটিকে কি দারুণভাবেই না কাজে লাগালেন উসমান খাজা। এ্যাডিলেডে ডে-নাইট টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তানী বংশোদ্ভূত প্রথম অস্ট্রেলিয়ান এ ক্রিকেটার। ১৩৮ রান নিয়ে অপরাজিত আছেন খাজা। সঙ্গী মিচেল স্টার্ক ১৬*। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৫৯/৯ ডিক্লেঃ Ñ এর জবাবে দ্বিতীয়দিন শেষে অসিদের সংগ্রহ ৬ উইকেটে ৩০৭ রান। ৪ উইকেট হাতে রেখে এগিয়ে ৪৮ রানে। টানা দুই হারে আগেই সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। পদত্যাগ করেছেন প্রধান নির্বাচক রডনি মার্শ। রেকর্ড পাঁচ ক্রিকেটারকে বাদ দেয়া হয়েছে। মূলত কুলিন দেশটির ক্রিকেটে চলছে ত্রাহী অবস্থা। খাজার আলোকিত ব্যাটিংয়ে ভর করেই অস্ট্রেলিয়া ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর স্বপ্ন দেখছে। যদিও বহু পথ পাড়ি দিতে হবে। শুক্রবার বিনা উইকেটে ১৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ৫ রান যোগ হতেই প্রথম উইকেট হারায় অসিরা। ৮ রান নিয়ে শুরু করে ১০ রানে থেমে যান অভিষিক্ত ম্যাথু রেনশ। অস্ট্রেলিয়ার শিবিরে প্রথম আঘাত হানেন দক্ষিণ আফ্রিকান পেসার কাইল এ্যাবট। দ্বিতীয় উইকেটও শিকার করেন তিনি। দলীয় ৩৭ রানে তারকা ব্যাটস্যান ওয়ার্নারের (১১) উইকেটও তুলে নিলে চাপে পড়ে অসিরা। সেখান থেকেই দুর্দান্ত এক জুটিতে স্বাগতিকদের রেসে ফেরান খাজা ও অধিনায়ক স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন তারা। রান আউটের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৫৯ রানে থামেন স্মিথ। এরপর খাজার সঙ্গী হন অভিষেক ম্যাচ খেলতে নামা পিটার হ্যান্ডসকম্ব। তারা যোগ করেন মূল্যবান ৯৯ রান। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন খাজা। আর অভিষেক টেস্টে ৬টি বাউন্ডারিতে ৭৮ বলে ৫৪ রানে থামেন হ্যান্ডসকম্ব। দলীয় ২৭৩ রানে হ্যান্ডসকম্বের বিদায়ের পর, ২৮৩ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। নয়তো দিনটি আরও ভালভাবে শেষ করতে পারতো অসিরা। তবে ১৩৮ রানে অপরাজিত থেকে উজ্জ্বলতা ছড়িয়ে দিন শেষ করেছেন খাজা। তার ২৮৫ বলের ইনিংসে ১২টি চার ছিল। দিনশেষে তার সঙ্গী মিচেল স্টার্ক ১৬ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে এ্যাবট ৩টি উইকেট নিয়েছেন। গোলাপী বলে ডে-নাইট টেস্টের দ্বিতীয়দিন অস্ট্রেলিয়ার মনে হলেও তা আসলে খাজার কারণেই। তার আগে প্রথমদিনের শেষ বেলায় ৯ উইকেটে ২৫৯ রানে ইনিংস ঘোষণা করে চমকে দেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস! ঘরের মাটিতে ৩ টেস্ট বা তার বেশি ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া কখানই ‘হোয়াইটওয়াশ’ হয়নি। এ্যাডিলেডেও ব্যর্থ হলে র‌্যাঙ্কিংয়ের পাঁচে নেমে যাবে তারা। মান বাঁচাতে স্মিথদের জন্য ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ২৫৯/৯ ডিক্লেঃ (৭৬ ওভার; ডুপ্লেসিস ১১৮*, স্টিভেন কুক ৪০, এ্যাবট ১৭, ডি’কক ২৪, শামসি ১৮*, বাভুমা ৮, এলগার ৫, আমলা ৫, ডুমিনি ৫, ফিল্যান্ডার ৪, রাবাদা ১; হ্যাজলউড ৪/৬৮, বার্ড ২/৫৭, স্টার্ক ২/৭৮, লেয়ন ১/৪৫) অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৩০৭/৬ (১০২ ওভার; ১৩৮*, স্মিথ ৫৯, হ্যান্ডসকম্ব ৫৪, ওয়ার্নার ১১, রেইনশ ১০, ম্যাডিনসন ০, ওয়েড ৪, স্টার্ক ১৬*; এ্যাবট ৩/৩৮, রাবাদা ১/৬১, ফিল্যান্ডার ১/৮২) ** দ্বিতীয়দিন শেষে
×