ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যামিল্টনে বৃষ্টির বাগড়া

প্রকাশিত: ০৬:২০, ২৬ নভেম্বর ২০১৬

হ্যামিল্টনে বৃষ্টির বাগড়া

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টি কেড়ে নিয়েছে হ্যামিল্টন টেস্টের প্রথমদিনের বেশিরভাগ সময়। সকালে টস হয়েছে পনের মিনিট দেরিতে। দুই সেশনের পুরোটা ভেসে যাওয়ায় খেলা হয়েছে ২১ ওভার। তাতে ২ উইকেট হারিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ৭৭ রান। অভিজ্ঞ রস টেইলর ২৯ ও নবীন জিত রাভাল ৩৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন। নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল-হকের নিষেধাজ্ঞায় পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন আজহার আলী। সবুজ উইকেট, মেঘলা আকাশ। নেতৃত্বের প্রথম টস জিতে বোলিং নিতে তাই দেরি করেননি আজহার। ইয়াসির শাহকে বাইরে রেখে চার পেসার নিয়ে একাদশ সাজায় সফরকারীরা। নতুন বলের দুই বোলার আঘাত হানেন শুরুতেই। প্রথম ওভারেই টম লাথামকে শূন্য হাতে (০) ফেরান বাঁহাতি মোহাম্মদ আমির। কেন উইলিয়ামসনের (১২) ইনিংসও দীর্ঘ হয়নি। কিউই অধিনায়ককে তুলে নেন সোহেল খান। তবে সিরিজের প্রথম টেস্টে অভিষেকেই নজরকাড়া জিত রাভাল এ দিনও ব্যাট করেন দারুণ দৃঢ়তার সঙ্গে। রস টেইলর নেমেই শুরু করেন প্রতি আক্রমণ। লাঞ্চের ১৫ মিনিট আগে নামে বৃষ্টি, যখন ২০ বলে ২৯ রানে অপরাজিত টেলর, ৩৫ রানে রাভাল। টানা বৃষ্টিতে আর খেলা শুরুই হতে পারেনি। স্থানীয় সময় বিকেল চারটায় দিনের খেলার ইতি টানেন আম্পায়ার। সিরিজের প্রথম টেস্টসহ বছরে দুইবার সেøা-ওভার রেটের কারণে আইসিসি কর্তৃক একম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মিসবাহ, অবশ্য শ্বশুরের মৃত্যুতে দেশে ফিরে যাওয়ায় এমনিতেই তিনি খেলতে পারতেন না। ২০১০ সালে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেয়ার পর মিসবাহকে ছাড়া মাত্র দ্বিতীয় টেস্ট খেলছে পাকিস্তান। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। অতিথিদের জন্য তাই বাড়তি চাপ। মিসবাহর অনুপস্থিতিতে কঠিন পরীক্ষার এই টেস্টে নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক আজহার। মাত্র সাড়ে তিনদিনেই ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে যাওয়ায় সিরিজ হার এড়াতে হলে পাকিস্তানকে এখানে জিততেই হবে। শুরুটা মন্দ হয়নি। তবে বৃষ্টি আজহারদের জন্য বাড়তি বাধা হয়ে দাঁড়িয়েছে।
×