ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৬:১৯, ২৬ নভেম্বর ২০১৬

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ মোহালিতে ভারত ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে আজ। রাজকোটে প্রথম টেস্ট ড্র হলেও বিশাখাত্তমের দ্বিতীয় লড়াইয়ে ২৪৬ রানের দাপুটে জয়ে ১-০তে এগিয়ে ভারত। স্বাগতিকদের সামনে ব্যবধান আরও বাড়িয়ে নেয়ার সুযোগ। ব্যাটে-বলে ফর্মের তুঙ্গে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কোহলির বিরুদ্ধে ইংলিশ মিডিয়ায় বল টেম্পারিংয়ের অভিযোগ উঠলেও সেটিকে উড়িয়ে দিয়েছেন কোচ অনিল কুম্বলে। ঋদ্ধিমান সাহার ইনজুরিতে দীর্ঘ আট বছর পর দলে ফিরেছেন উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। অন্যদিকে কোণঠাসা ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ, ইনজুরির জন্য অন্যতমসেরা পেসার স্টুয়ার্ড ব্রডের খেলা নিয়ে সংশয় রয়েছে। ফর্মহীনতায় বাদ পড়ছেন বেন ডাকেট। দু’জনের পরিবর্তে আজ দেখা যেতে পারে ক্রিস ওকস ও জস বাটলারকে। ২০১২ সালে সর্বশেষ সফরে ১-০তে পিছিয়ে পড়েও ৪ টেস্টের সিরিজ ২-১এ জিতেছিল অতিথিরা। এ্যালিস্টার কুকদের জন্য সেই স্মৃতিই হতে পারে বড় অনুপ্রেরণা। ঘরের মাটিতে ভারত ভয়ঙ্কর। সবসময় হট-ফেবারিট। এই সিরিজের আগে নিউজিল্যান্ডকে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করে কোহলির দল। ইংল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচটাতে অবশ্য কেঁপে উঠেছিল স্বাগতিকদের ভিত। রাজকোটে হারতে হারতেও শেষদিনের শেষ বিকেলে কোনমতে ড্র করেছিল। ৪০ ও অপরাজিত ৪৯ রানের দুটি ইনিংস খেলে দলকে বাঁচিয়েছিলেন কোহলি নিজে। ১৬৭ ও ৮১ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে দ্বিতীয় টেস্টে তো ম্যাচসেরাই হয়েছেন ভারত অধিনায়ক। তবে কোহলির প্রথম টেস্টের দুটি ছবি দিয়ে বৃটিশ গণমাধ্যম তার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছে। যদিও আইসিসি এ নিয়ে পুরোপুরি নীরব। কোচ কুম্বলে বলেন, ‘মিডিয়া কি বলেছে, তা নিয়ে আমরা এতটুকু সময় নষ্ট করতে চাই না। যেখানে রেফারি বা আম্পায়ার কিছু জানায়নি। মিডিয়া যা খুশি লিখতে পারে। আমি শুধু এটুকু বলব, আমার ছেলেরা এসব (টেম্পারিং) করে না।’ অধিনায়ক কোহলি বলেন, ‘মনোযোগ নষ্ট করতেই বৃটিশ মিডিয়া আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ এনেছে। এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়।’ দুই ম্যাচে ইতোমধ্যে ১১ উইকেট তুলে নিয়েছেন, ব্যাট হাতে ২ হাফ সেঞ্চুরির সাহায্যে ৪২ গড়ে করেছেন ১৬৭ রান। বরাবরের মতো অশ্বিনই যেন সফরকারীদের যমদূত হয়ে উঠছেন। সংবাদকর্মীদের প্রশ্ন, তার ওপর চাপটা কি একটু বেশি হয়ে যাচ্ছে? কুম্বলে তা মনে করেন না। ইন্ডিয়া বস বলেন, ‘বোলিংয়ে বরাবর নিজের মতো ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ব্যাটিংয়েও দুর্দান্ত করছে সে। ওয়ার্কলোড নিয়ে আপনারা বলতেই পারেন। কিন্তু অশ্বিনকে জিজ্ঞেস করলে দেখবেন, ব্যাটিং এবং বোলিং দুটিই সে দারুণ উপভোগ করছে।’ দ্বিতীয় টেস্টে অভিষিক্ত স্পিন বোলিং-অলরাউন্ডার জয়ন্ত যাদবেরও প্রসংশা করেছেন তিনি। মোহালির পিচ নিয়ে মোটেই ভাবছেন না কুম্বলে, ‘পিচ যে নব্বইয়ের দশকের মতো নেই, এখন অনেক সেøা। কিন্তু আমি এসব নিয়ে মাথা ঘামানোর লোক নই। রাজকোট ও বিশাখাপত্তমের মতো ভাল ক্রিকেট খেলাই একমাত্র লক্ষ্য।’ অন্যদিকে বাংলাদেশ সফরে অভিষেকে ভাল করলেও ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে তিন ইনিংসে মাত্র ১৮ রান করে ইংল্যান্ড দলে জায়গা হারাচ্ছেন ডাকেট। তার পরিবর্তে এখানে হার্ডহিটার বাটলারের খেলা নিশ্চিত। সফরকারী অধিনায়ক কুক বলেন, ‘শর্ট ফর্মেটে (ওয়ানডে-টি২০) বাটলার বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যান। আশাকরি সে সাদা পোশাকেও ভাল করবে। পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজ। ১-০তে পিছিয়ে পড়া মানে সব শেষ হয়ে যাওয়া নয়। আমাদের কেবল নিজেদের সেরাটা দিতে হবে। যেমনটা রাজকোটের প্রথম টেস্টে খেলেছিলাম।’ এই টেস্টে আর ৫ উইকেট পেলেই ১০০ উইকেট হবে ইংল্যান্ড স্পিনার মঈন আলির, ১১০০০ রানের জন্য কুকের চাই আর ১০৫। ৪ হাজারি ক্লাবে নাম লেখাতে কোহলির প্রয়োজন ১০৯। ১৯৯৪ সালের পর (উইন্ডিজের কাছে) মোহালিতে ১১ টেস্টে অপরাজেয় ভারত, জয় ৬ ও ড্র ৫টিতে। সব মিলিয়ে ইংলিশদের জন্য ঘুরে দাঁড়ানোটা সত্যি কঠিন।
×