ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:১৮, ২৬ নভেম্বর ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২১. অংশীদারি চুক্তি কয় ধরনের হতে পারে? ক) ৫ খ) ৪ গ) ৩ ঘ) ২ ২২. ১২ বছরের বিনা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঝিনুক সংগ্রহ করে পর্যটকদের নিকট বিক্রয় করে। এটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? ক) প্রজনন শিল্প খ) সেবা শিল্প গ) নিষ্কাশন শিল্প ঘ) গঠনমূলক শিল্প ২৩. উদ্যোক্তার কাছে পণ্যের কোনটি অনিশ্চিত? ক) ক্রয়মূল্য খ) উৎপাদন ব্যয় গ) মোট ব্যয় ঘ) বিক্রয়মূল্য ২৪. ই-কমার্সের মাধ্যমে কোন কাজটি সম্পাদিত হয়? ক) পণ্যদ্রব্য উৎপাদন খ) পণ্যদ্রব্য উন্নয়ন গ) পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় ঘ) পণ্যদ্রব্য সংরক্ষণ ২৫. কোনটি বেসরকারি সংস্থা? ক) ইঝই খ) ওঈই গ) ইওঞঅঈ ঘ) ইজঅঈ ২৬. মালিকের প্রত্যক্ষ তত্ত্বাবধানের কারণে কোন সুবিধা বেশি পাওয়া যায়? ক) অধিক উৎপাদন খ) সহজ নিয়ন্ত্রণ গ) কর্মসংস্থান ঘ) ঝামেলা কম ২৭. রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য হলো- র. অর্থনীতির ওপর কার্যকর নিয়ন্ত্রণ রর. সুষম অর্থনৈতিক উন্নয়ন ররর. ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য ও সেবা সরবরাহ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৮. ইট ভাটাগুলোতে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কত ফুট উচ্চতার চিমনি লাগাতে বলা হয়েছে? ক) ১০০ ফুট খ) ১১০ ফুট গ) ১২০ ফুট ঘ) ১৪০ ফুট ২৯. যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- র. প্রচার রর. বিজ্ঞাপন ররর. উদ্যোক্তা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩০. নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য? ক) আইনসৃষ্ট প্রতিষ্ঠান খ) ঝুঁকি বন্টন গ) মালিকের স্বাধীনতা ঘ) সসীম দায় ৩১. সাবান তৈরি কোন ধরনের শিল্প? ক) বিশ্লেষণমূলক শিল্প খ) যৌগিক শিল্প গ) প্রকিয়াগত শিল্প ঘ) গঠনমূলক শিল্প ৩২. তুমি একটি অংশীদারি ফার্মে নামমাত্র অংশীদার হতে চাও। নামমাত্র অংশীদার হিসেবে তোমার বৈশিষ্ট্য হলো- র. মূলধন বিনিয়োগ করবে না রর. পরিচালনায় অংশগ্রহণ করবে না ররর. লাভ-ক্ষতি বন্টনে অংশগ্রহণ করবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. শিল্পের সাফল্য নির্ভর করে- র. সুস্থ শ্রমশক্তির ওপর রর. নিষ্ঠাবান শ্রমশক্তির ওপর ররর. দক্ষ শ্রমশক্তির ওপর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. মুক্ত বাজার অর্থনীতি উপাদানটি বিনিয়োগের কোন পরিবেশের অন্তর্গত? ক) অর্থনৈতিক খ) রাজনৈতিক গ) আর্ন্তর্জাতিক ঘ) সামাজিক ও সাংস্কৃতিক ৩৫. ওঝঙ ৯০০০ কয়টি সনদ দ্বারা গঠিত? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ৩৬. রাষ্ট্রীয় ব্যবসায়ের খাতের অন্তর্গত হলো- র. বাংলাদেশ বিমান রর. ঢাকা মেডিকেল কলেজ ররর. ঢাকা ওয়াসা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. ইন্টারনেটে ম্যাগাজিন, পত্রিকা ইত্যাদির প্রকাশ ও পড়ার সুযোগ প্রদান করাকে বলে - ক) অনলাইন নিলাম খ) অনলাইন প্রকাশনা গ) অনলাইন ক্রেতাগোষ্ঠী ঘ) অনলাইন মার্কেটিং ৩৮. একমালিকানা ব্যবসায়ের গটন করতে প্রয়োজন হয়- র. একক মালিক রর. ট্রেড লাইসেন্স ররর. চুক্তিপত্র নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. ‘কর্মক্ষেত্রে বর্ণবৈষম্য’ ব্যবসায়িক কোন নীতি বহির্ভূত কাজ? র. ব্যবসায়িক মূল্যবোধ রর. ব্যবসায়িক নৈতিকতা ররর. ব্যবসায়িক আদর্শ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৪০. মি. মিরাজুল ইসলাম ডাক্তারি বিদ্যা অর্জন করে নিজ গ্রামে চিকিৎসা পেশায় নিয়োজিত হলেন। এটি কোন শ্রেণির ব্যবসায়? ক) শিল্প খ) বাণিজ্য গ) সেবা ঘ) প্রত্যক্ষ সেবা ৪১. ১৯৬১ সালে বাংলাদেশ রেলওয়ের তৎকালীন নাম কী ছিল? ক) পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে খ) পাকিস্তান রেলওয়ে গ) ইস্ট পাকিস্তান রেলওয়ে ঘ) পাকিস্তান ইস্টার্ণ রেলওয়ে ইঞ্জিন লি. ৪২. বাংলাদেশ কৃষি ব্যাংক প্রদত্ত সহায়তা কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ৪৩. একমালিকানা ব্যবসায় বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা থেকে বঞ্চিত হয় - র. স্বল্প পুঁজির কারণে রর. সীমিত কার্যক্ষেত্রের কারণে ররর. সম্প্রসারণের সীমাবদ্ধতার কারণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও প্রতিষ্ঠান নিচের কোনটি? ক) আশা খ) প্রশিকা গ) স্বনির্ভর বাংলাদেশ ঘ) ব্র্যাক ৪৫. চচচ- এর পূর্ণরূপ কী? ক) চবৎংড়হধষ-চৎরাধঃব চধৎঃহবৎংযরঢ় খ) চঁনষরপ চৎরাধঃব চধৎঃহবৎংযরঢ় গ) চৎরসধৎু ঢ়ঁনষরপ চধৎঃহবৎংষ ঘ) চৎবষরসরহধৎু ঢ়ঁনষরপ চধৎঃহবৎংযরঢ় ৪৬. কিছু পণ্যের উৎপাদন ক্ষমতা সরকারের নিকট রাখা জরুরি কারণ- র. গোপনীয়তা রক্ষা রর. জাতীয় স্বার্থরক্ষা ররর. অধিক মুনাফা অর্জন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. কোনো নারী শিল্পোদ্যোক্তা হিসেবে গণ্য হবেন যদি তিনি - র. ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হন রর. অংশীদারি বা যৌথ মূলধনী ব্যবসায়ের পরিচালক হন ররর. শেয়ারহোল্ডারগণের মধ্যে�অন্যূন ৫১% - এর মালিক হন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৮. রনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিষ্ঠানটির পরিচালক কিছুদিন পূর্বে টাঙ্গাইলের জেলা প্রশাসক ছিলেন। প্রতিষ্ঠানটি সরকারের নিয়ন্ত্রণাধীন এবং লাভ-লোকসান সরকার বহন করে। এটি কোন ধরনের প্রতিষ্ঠান? ক) যৌথমূলধনী কোম্পানি খ) সমবায় সমিতি গ) অংশীদারি ব্যবসায় ঘ) রাষ্ট্রীয় ব্যবসায় উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: সিলেটে নিজস্ব জমি থাকা সত্ত্বেও জনাব কামাল খাগড়াছড়িতে জমি লিজ নিয়ে কমলালেবু চাষ করেন। তার উৎপাদিত কমলালেবুর মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে তিনি বিদেশেও কমলালেবু রপ্তানি করতে চাচ্ছেন। ৪৯. এক মৌসুমে উৎপদিত পণ্য অন্য মৌসুমে বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ীকে কী ধরনের কর্মসম্পদন করতে হয়? ক) প্যাকিং খ) মান নির্ধারণ গ) গুদামজাতকরণ ঘ) শ্রেণিবদ্ধকরণ ৫০. বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্রের সংক্ষিপ্ত রূপ কোনটি? ক) বিসিক খ) বিডিবিএল গ) বিটাক ঘ) বিটপ সঠিক উত্তর: ১. (গ) ২. (গ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (ক) ৬. (ক) ৭. (গ) ৮. (ক) ৯. (খ) ১০. (খ) ১১. (ক) ১২. (ক) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (গ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (ক) ২০. (ঘ) ২১. (গ) ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (গ) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (ঘ) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (ক) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (ঘ) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ক) ৩৯. (খ) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (গ) ৪৩. (ঘ) ৪৪. (ঘ) ৪৫. (খ) ৪৬. (ক) ৪৭. (ঘ) ৪৮. (ঘ) ৪৯. (গ) ৫০. (গ)
×