ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৭, ২৬ নভেম্বর ২০১৬

টুকরো খবর

আদিবাসীদের ওপর হামলার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ নবেম্বর ॥ গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতালদের ওপর বর্বোরচিত হামলা, পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনায় তিন সাঁওতাল নিহত হওয়ার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে এবং সাঁওতালদের জমি ফিরিয়ে দেয়ার দাবিতে শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) জেলা শাখা। শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এ কর্মসূচীতে শিক্ষক, সমাজকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার সাঁওতাল ও আদিবাসী নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল লতিফ, আদিবাসী কল্যাণ সমিতির জেলা সভাপতি মহনী কান্ত লারডী, রানীশংকৈল উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির দফতর সম্পাদক অমল সুরমু, বাংলাদেশ সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাধন লরেন ও সাধারণ সম্পাদক সিধু সুরমু। দেয়াল চাপা পড়ে ভাইবোনের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদর ঈদগাঁওতে বাড়ির মাটির দেয়াল চাপা পড়ে ভাই বোনের মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুর ১টায় কালিরছড়া শিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে- ইউছুফ আলীর কন্যা নুর কলিমা (১১), মুজিব উল্লাহ (৬)। জানা যায়, ঘটনার সময় নিহত শিশুরা দুপুরের ভাত খাওয়ার সময় হঠাৎ বাড়ির রান্না ঘরের মাটির দেয়াল তাদের গায়ে পড়লে ঘটনাস্থলেই ভাই বোনের মৃত্যু হয়। মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবনে মাছ ধরতে যাওয়া দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। মুক্তিপণের দাবিতে শুক্রবার ভোরে সুন্দরবনে নুচোখালী খাল থেকে ঘুমন্ত অবস্থায় তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেনÑ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের রশিদ গাজী ও ঈশ্বরীপুর ইউনিয়নের কেওড়াতলী গ্রামের আজগর আলী। জেলেদের আত্মীয় রব্বানী জানান, বনদস্যু নূর বাহিনীর সদস্যরা দেড় লাখ টাকা মুক্তিপণের জন্য তাদের অপহরণ করেছে। সন্ত্রাসী হামলায় ৩ ভাইবোন আহত নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৫ নবেম্বর ২০১৬ ॥ কদমতলী খালপাড় এলাকায় নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে একটি পরিবার। হামলাকারীরা পিটিয়ে আহত করেছে বাড়ির মালিক ৩ ভাইবোনকে। তারা হলেন সেলিম রেজা, তার ছোট আসাদ ও বোন লিজা (২৫)। হামলায় সেলিম রেজার নাক ফেটে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত সেলিম রেজা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সোবহান, রাকিব, আলামিন, মানিক, ইমন, রাজন, মোহন, অনিক, জিকু, রাজ্জাক, নবী হোসেন, সাকির সহ ১৫/১৬ জন লাটিসোটা নিয়ে তাদের বাড়িতে ঢুকে দরজা জানালা ভাঙচুর করে এবং গালমন্দ করতে থাকেন। এ সময় তারা ৩ ভাইবোন ঘর থেকে বেরিয়ে এলে তাদের এলোপাতাড়ি মারধর করে সন্ত্রাসীরা। তিনি আরো জানান, বাড়ির পাশের একটি জমি নিয়ে সোবহান গংয়ের সঙ্গে তাদের বিরোধ চলছে। এর জের ধরে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। দিনাজপুরে মানববন্ধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে শুক্রবার দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পল্লীশ্রীর উদ্যোগে সকাল ১১টায় প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচী চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম, শাহনাজ পারভিন, শামসুন নাহার, লায়লা বেগম, কামাল হোসেন, বাপ্পীসহ প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি দেশে উদ্বেগজনকভাবে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। সহিংসতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও দায়িত্বশীল ও সজাগ হওয়ার অনুরোধ জানানো হয়। ডাকাত আটক ॥ তিন পুলিশ আহত নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৫ নবেম্বর ॥ শুক্রবার ভোরে হবিগঞ্জ শহরতলীর হরিপুরের খোয়াই নদীর স্লুইস গেট এলাকায় পুলিশ-ডাকাত দলের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একটি পাইপগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ লুলু মিয়া ওরফে সেলিম (৩৫) নামে এক ডাকাতকে আটক করে পুলিশ। আহত হয় দুই এসআইসহ এক পুলিশ কনস্টেবল। তারা হলেন, এসআই আব্দুল্লাহ আল জাহিদ, এসআই রাকিবুল হাসান ও কনস্টেবল ইয়াসিন। এদের প্রত্যেককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
×