ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে মুক্তিযোদ্ধার সন্তানের পরীক্ষা নেবে রাজাকারের সন্তান

প্রকাশিত: ০৬:১৬, ২৬ নভেম্বর ২০১৬

পিরোজপুরে মুক্তিযোদ্ধার সন্তানের পরীক্ষা নেবে রাজাকারের সন্তান

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৫ নবেম্বর ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোঠায় সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা নেয়ার বাছাই কমিটিতে শান্তি কমিটি নেতার ছেলের অন্তর্ভুক্তি নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। কদমতলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আশরাফ আলী দাবি করেন কদমতলা ইউনিয়নের পিচ্ কমিটির সেক্রেটারি মৃত সোবাহান ফকিরের ছেলে কামরুজ্জামান মুক্তাকে মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়োগ পরীক্ষার কমিটিতে নেয়ায় মুক্তিযোদ্ধা ও এলাকার পক্ষ থেকে ক্ষোভ ও নিন্দা জানাই। এ নিন্দনীয় ঘটনায় আমি হতবাক। ২০ নবেম্বর পিরোজপুর-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরিত এক পত্রে কামরুজ্জামান মুক্তার নাম পাঠান এবং তিন সদস্যের বাছাই কমিটিতে এমপির প্রতিনিধি হিসেবে কামরুজ্জামান মুক্তাকে সদস্য হিসেবে অনুমোদন দেয়া হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীম মন্টু সিকদার জানান, কামরুজ্জামান মুক্তার বাবা সোবহান ফকির ’৭১ সালে কদমতলা ইউনিয়নের শান্তি কমিটির সেক্রেটারি ছিল বলে জেনেছি। তার ছেলেকে মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষক নিয়োগের বাছাই কমিটিতে সদস্য করা খুবই নিন্দনীয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু জানান, আমরা লজ্জিত স্তম্ভিত। প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে।
×