ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে এক রাতে দুই খুন

প্রকাশিত: ০৬:১৬, ২৬ নভেম্বর ২০১৬

বাগেরহাটে এক রাতে দুই খুন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট শহরে বৃহস্পতিবার রাতে পৃথক দুটি খুনের ঘটনা ঘটেছে। পুরাতন সুপারিপট্টি গলি থেকে মামুন পালোয়ান (৩২) ও বাসাবাটি বাইনেপাড়া থেকে তপন কুমার শীল নামে দুই ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে। শহরের বাজার মেইন রোড থেকে প্রায় এক শ’ ফুট দূরে গলিতে গলায় ফাঁস দেয়া অবস্থায় মামুন পালোয়ানের লাশ পুলিশ উদ্ধার করে। সে রেলস্টেশন এলাকার ধলু পালোয়ানের ছেলে। মারপিটের পর জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করা হয় বলে তার স্বজনরা দাবি করেন। পুলিশ জানায়, মাদকাসক্ত মামুন পালোয়ান দুর্দান্ত স্বভাবের ছিল। তার বিরুদ্ধে অপরাধের বহু অভিযোগ রয়েছে। অপরদিকে শহরের বাসাবাটি এলাকার বাইনেপাড়ায় তপন শীল (৪৬) নামে এক সেলুন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত তপন শীল বাসাবাটি এলাকার রণজিৎ ওরফে পাঁচকড়ি সরকারের জামাই হিসেবে শ্বশুরবাড়ি থাকত। তার পিতার নাম বিমল শীল। নিহতের স্ত্রী আঁখি শীল জানান, রাতে ৫-৬ ব্যক্তি বাসস্ট্যান্ডের দোকান থেকে তাকে ধরে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হৃদয় শীলের লোকজন দু’মাস আগে তপনকে মারপিট করলে মামলা হয়। এ মামলার আসামিরা জামিনে ফিরে ভাড়াটে খুনী নিয়ে তাকে নৃশংসভাবে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা নিশ্চিত করে। এ ঘটনায় জড়িত সন্দেহে তপনের সৎ শ্যালক বাসু শীলকে শুক্রবার আটক করা হয়েছে। তানোরে দিনমজুর স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীর তানোরে শহিদুল ইসলাম (৩৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়। শুক্রবার সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত শহিদুল ইসলামের বাড়ি উপজেলার বহরইল গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক। পুলিশ জানায়, শহীদুল ইসলামের মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে কেউ তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের আলামত রয়েছে। হাত-পা বাঁধা ছিল। এ ঘটনায় স্বামীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ। নিহতের স্বজনরা জানায়, বুধবার রাত থেকে শহরের কলেজপাড়ার বাসিন্দা ভাড়াটিয়া নাজির উদ্দিনের স্ত্রী সানজিদা খানমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে বাড়ির কেয়ারটেকার ছয়তলার ছাদের উপরে লাশ দেখে নিহতের স্বজনদের খবর দেয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ নিহতের স্বামী নাজির উদ্দিন ও বাড়ির কেয়ারটেকার ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। কলাপাড়ায় নববধূর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, কলাপাড়ার নাচনাপাড়া মহল্লায় এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও সদ্য বিবাহিত শারমিন (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে তার বাবা মোস্তফা আকনের ঘরে আত্মহননের ঘটনাটি ঘটে। তার মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। পারিবারিকভাবে কেউ এর কারণ জানাতে পারেনি। প্রায় তিন মাস আগে শারমিনের বিয়ে হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহত শারমিন কলাপাড়া মহিলা কলেজের শিক্ষার্থী। কক্সবাজারে শ্রমিক স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, মুঠোফোনে ডেকে নিয়ে চকরিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে ঘনশ্যাম বাজার এলাকা থেকে মমতাজ আহমদ নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী জানান, বৃহস্পতিবার রাতে তার স্বামীকে কে যেন মোবাইল ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরের দিন লাশ হয়ে ফিরে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
×