ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দশ দফা দাবিতে আদিবাসীদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:১৫, ২৬ নভেম্বর ২০১৬

দশ দফা দাবিতে আদিবাসীদের  সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৫ নবেম্বর ॥ গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নে সাহেবগঞ্জ-বাগদাফার্মের সাঁওতালদের ওপর রংপুর চিনিকল ও পুলিশের হামলা, মামলা, লুটপাট, খুন, উচ্ছেদ ও হয়রানির প্রতিবাদে শুক্রবার দুপুরে রংপুর চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি। এতে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন লিখিত বক্তব্যে বলেন, ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী ২৮ নবেম্বর সকালে উত্তরাঞ্চলজুড়ে বিক্ষোভ সমাবেশ ও মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করবে সংগঠনের নেতাকর্মীরা। দাবিগুলো হলোÑ নিহত ও আহত আদিবাসী ও হামলার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু বিচার নিশ্চিত, সাহেবগঞ্জ-বাগদাফার্মের সংঘটিত সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিতকরণ, নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ক্ষতিপূরণ ও পূর্ণ নিরাপত্তাসহ আবারও তাদের নিজ বাসভূমে স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তা দেয়া। তাদের দাবি, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসার সার্বিক দায়দায়িত্ব সরকারকে নিতে হবে এবং সাঁওতালদের বিরুদ্ধে দায়ের সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছেÑ আদিবাসীদের লাগানো ধান ও শস্য ফসল কাটতে দেয়া, গবাদিপশু চরানো ও যাতায়াতে কাঁটাতারের বেড়া নির্মাণ না করা, ফুলমনি মরমু শিশু শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র সরকারী খরচে নির্মাণ, পুড়ে যাওয়া বই ও শিক্ষা উপকরণ সরকারী খরচে কিনে দেয়া, আদিবাসী ও বাঙালী সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখে দেয়া, আখ চাষের নামে অধিগ্রহণকৃত ১৮৪২.৩০ একর জমিতে আদিবাসী ও প্রান্তিক বাঙালী কৃষকদের আইনগতভাবে ফেরতের ব্যবস্থা করা ও সমতলের আদিবাসীদের ভূমি সঙ্কট নিরসনে পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন করা।
×