ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সেতু আছে রাস্তা নেই ॥ দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

প্রকাশিত: ০৬:১৫, ২৬ নভেম্বর ২০১৬

মুন্সীগঞ্জে সেতু আছে রাস্তা নেই ॥ দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ব্রিজ আছে রাস্তা নেই। কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাচ্ছে। শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের খোদাইবাড়ী, সিন্দুরদী, রানা, দত্তগাঁও, মুসলিমপাড়া, জুরাসার পাঁচলদিয়া, বনগাঁও, বিবন্দী ও কাজিপাড়া এই দশ গ্রামের মানুষ এখন বিপাকে। কয়েক হাজার গ্রামবাসীর চলাচলের জন্য খোদাইবাড়ী থেকে বিবন্দীবাজার হয়ে কাজিপাড়া পর্যন্ত দুটি রাস্তার সংযোগে প্রায় চার কিলোমিটারের একমাত্র রাস্তাটির বেহাল অবস্থা। যার কারণে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচা রাস্তা হেঁটে চলাফেরায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। দত্তগাঁও-মুসলিমপাড়া গ্রামের মাঝামাঝি ছোট খালের ওপর দাঁড়িয়ে আছে। প্রায় ১৪ বছর আগে নির্মিত এই ব্রিজটি। সে সময় ব্রিজটি নির্মাণ করা হলেও সংযোগ সড়কের কাজ আর করা হয়নি। মাত্র তিন ফুট উঁচু রাস্তা থেকে ব্রিজের উচ্চতা ৬-৭ গুণ বেশি হওয়াতে হেঁটেও মানুষের পারাপারে সমস্যা হচ্ছে। তাই বাধ্য হয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের নিচ দিয়েই চলাচল করছে স্থানীয় লোকজন, স্কুল, কলেজের শিক্ষার্থীরা। কুকুটিয়া ইউনিয়নের সচিব মোঃ ইয়াছিন মিয়া বলেন, কয়েক দিন আগে ইউনিয়ন পরিষদের একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য ওই রাস্তা দিয়ে কোনরকমে মোটরবাইকটি চালিয়ে গেলেও ব্রিজে উঠতে না পেরে আমি ফেরত আসি। রানা গ্রামের সাবেক ইউপি সচিব মকবুল হোসেন মোল্লা, দত্তগাঁওয়ের মোঃ মজিবর ব্যাপারী, বনগাঁওয়ের মোঃ মুর্তোজা আলী শেখ, মুসলিমপাড়ার শহিদুল ইসলাম, পাঁচলদিয়া গ্রামের আব্দুল রউফ শেখ ও কুকুটিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল রহিম শেখসহ আরও অনেকেই জানান, দুর্ভোগের নানান চিত্র। রাস্তাটি একদিকে খোদাইবাড়ী হতে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ, শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে যাতায়াতসহ অপরদিকে খোদাইবাড়ী থেকে বিবন্দীবাজার ও লৌহজং উপজেলার কাজিপাড়া হয়ে নওপাড়া বাজার, মুন্সীগঞ্জ সদরসহ ঢাকা যাতায়াতের ক্ষেত্রে এ রাস্তাই আমাদের একমাত্র ভরসা। কিন্তু কাজিপাড়া থেকে খোদাইবাড়ী পর্যন্ত প্রায় চার কিলোমিটার কাঁচারাস্তার অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। কাজিপাড়া গ্রামের শফিক জানান, আমরা আলু চাষীরা খুবই বিপদে আছি। সময় চলে যাচ্ছে কিন্তু ভেবে পাচ্ছি না এ রাস্তা দিয়ে আলু-সারসহ কৃষি উপকরণ কিভাবে জমিতে আনব। কুকুটিয়া ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, এ বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে, খুব শীঘ্রই রাস্তাসহ ব্রিজ সংস্কারের কাজ করা হবে। এ ব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার যতন মার্মা জানান, এ রাস্তা উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় চেয়ারম্যান এবং এলজিইডিকে বলা হয়েছে।
×