ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৫, ২৬ নভেম্বর ২০১৬

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের সেনাবাহিনী ও বৌদ্ধদের হামলা, ধর্ষণ, হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় মুসল্লিরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। শুক্রবার জুম্মা নামাজের পর তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচী পালন করা হয়। ফরিদপুর ॥ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলকারীরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। শহরের বিভিন্ন প্রান্ত হতে জুমার নামাজ শেষে মুসুল্লিরা এসে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন। ইমাম কল্যাণ ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি মওলানা কেরামত আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মওলানা ইসমাইল হোসেন, সহ-সভাপতি মওলানা শেখ আব্দুল কাইয়ুম কাসেমী, মওলানা মুনসুর আহমেদ, যুগ্ম সম্পাদক মওলানা আমজাদ হোসেন, সদস্য মুফতি মওলানা জাফর আহমেদ, মওলানা কবির হোসেন, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি কামরুজ্জামান। কেরানীগঞ্জ ॥ প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বাদ জুম্মা এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইত্তিফাকুল উলামা ও জাতীয় ইমাম সমাজ কেরানীগঞ্জ শাখা আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে একাত্মতা প্রকাশ করে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহন করে। এছাড়াও কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতি এ কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে মায়ানমারে গণহত্যা বিরোধী বিভিন্ন শ্লোগান সংবলিত ব্যানার ফেস্টুনসহ বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। টঙ্গী ॥ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা। শুক্রবার বাদ জুম্মা টঙ্গীর খাঁ-পাড়া, দত্তপাড়া, আউচপাড়া, এরশাদনগরসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে খ- খ- মিছিল নিয়ে চেরাগআলী মার্কেট টঙ্গী প্রেসক্লাব প্রদক্ষিণ করে কলেজ গেট ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। হবিগঞ্জ ॥ শুক্রবার বাদ জুম্মাহ মৌলানা তোফাজ্জল হকের নেতৃত্বে হবিগঞ্জ শহর এবং মৌলানা কাজী আব্দুল হাইয়ের নের্তৃত্বে বাহুবল উপজেলাধীন মিরপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা মিয়ানমার নেত্রী সূচী সে দেশের সেনা ও অন্যান্য বাহিনীর বিরুদ্ধে সেøাগান দিয়ে নোবেল কেড়ে নেয়ার দাবি জানায়। এছাড়া একই দিন বিভিন্ন মসজিদে ওই হত্যা-নির্র্যাতন বন্ধে মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত হয়। দাউদকান্দি ॥ শুক্রবার জুম্মার নামাজের পর দাউদকান্দি পৌর সদরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দাউদকান্দি রক্তিম সূর্য সংঘ সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসুচী আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মুসলমানদের উপর থেকে সব ধরনের নির্র্যাতন বন্ধের আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কাউন্সিল বিল্লাল হোসেন সুমন, আলমগীর খাঁন শামীম, আলআমিন হোসেন, রুবেল, রনি, মহিউদ্দিন মাহী, সোহেল রানা, রাজু মোল্লা, হাসান প্রমুখ।
×