ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৫, ২৬ নভেম্বর ২০১৬

টুকরো খবর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে। শুক্রবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি নামক স্থান থেকে এ পণ্যসামগ্রী জব্দ করা হয়। বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের মালামাল এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যানে করে পাচার করা হচ্ছে। এরপর বিজিবি সদস্যরা গভীর রাতে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি নামক স্থানে অবস্থান নেন। সেখানে এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যান পৌঁছলে বিজিবি সদস্যরা তাতে তল্লাশি চালিয়ে ২৩৭ কেজি রক্ত চন্দন কাঠ, ৯৮ হাজার পিস জন্ম নিয়ন্ত্রক উপকরণ (কনডম) এবং ২৫০টি সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেন। আটককৃত মালামালের মোট মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। শিক্ষককে মারধর ॥ দ্রুত বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৫ নবেম্বর ॥ বড়াইগ্রামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বেলা ১১টার দিকে বড়াইগ্রামের কয়েনবাজারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেনÑ আরাম আলী, জাহানারা বেগম প্রমুখ। এ সময় শিক্ষকের ওপর এমন মির্মম হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছেন তারা। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক লিটন সরকার, ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলামসহ প্রায় ২শ’ বিএনপি দলীয় নেতাকর্মী শুক্রবার দুপুরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। এ উপলক্ষে শহরের স্টেডিয়াম রোডের লিটন গ্যারেজে শুক্রবার বিকেলে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যোগদানকারীদের স্বাগত জানান অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি। তিনি তার সংক্ষিপ্ত বক্তৃতায় সিরাজগঞ্জের সার্বিক উন্নয়ন কর্মকা- তুলে ধরে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই কেবল উন্নয়ন হয়, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। ৮ দোকান পুড়ে ছাই নিজম্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৫ নবেম্বর ॥ রাঙ্গামাটি শহরের তবলছড়ি বাজারে অগ্নিকা-ে আট দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সোয়া বারোটার দিকে একটি চায়ের দোকান থেকে আগুন লাগে। গভীর রাতে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনে। আগুনে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে এলাকার ব্যবসায়ীরা জানান। আগুনে একটি রাইস মিলও পুড়ে গেছে। অষ্টগ্রামে ২৫ বাড়ি নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, হাওড় অধ্যুষিত অষ্টগ্রামে অগ্নিকা-ে ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামের যতীন্দ্র দাসের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আশপাশের অন্যান্য বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে কাকুরিয়া গ্রামের প্রায় ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে আশপাশের ৫টি গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩০-৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন এলাকার মানুষ। ট্রলারসহ ৪০ মণ মাছ জব্দ সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৫ নবেম্বর ॥ পাথরঘাটা পৌর শহরের ভিতরে নতুনবাজার খাল থেকে ১৫ মণ জাটকা ও ২৫ মণ অন্যান্য মাছসহ মোট ৪০ মণ মাছ ও একটি মাছ ধরা ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে এগুলো জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুনবাজার খালে অভিযান চালানো হয়। এ সময় একটি নামবিহীন ট্রলারে তল্লাশি চালিয়ে ১৫ মণ জাটকা ও ২৫ মণ অন্যান্য মাছ জব্দ করা হয়। নিজস্ব ক্যাম্পাস দাবিতে ভিসি অবরুদ্ধ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৫ নবেম্বর ॥ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজস্ব ক্যাম্পাসের দাবিতে ভিসিকে ৭ ঘণ্টা তার অফিসে অবরুদ্ধ করে রাখে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৮টা পযন্ত ভিসি ডাঃ প্রদানেন্দু চাকমাকে তার অফিসে ছাত্ররা অবরুদ্ধ করে রাখে। পরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ ঘটনার স্থলে গিয়ে ছাত্র প্রতিনিধিকে ভিসির সঙ্গে দেখা করার ব্যবস্থা করে। ছাত্র নেতারা তাদের দাবি দাওয়া ভিসির নিকট তুলে ধরে। ভিসি ছাত্রদের দাবি বিবেচনা করার জন্য আশ্বাস দিলে ছাত্ররা তাদের অবরোধ তুলে নেয়। রাজবাড়ীতে অস্ত্রসহ চরমপন্থী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২৫ নবেম্বর ॥ সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া নামক এলাকা থেকে শুক্রবার দুপুরে একটি ওয়ান শূটারগান ও এক রাউন্ড গুলিসহ মজিবর রহমান নামের এক চরমপন্থীকে রাজবাড়ীর ডিবি পুলিশ গ্রেফতার করেছে। সে একই উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার এলাকার ওহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানান, মজিবর রহমান একজন সক্রিয় চরমপন্থী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে রাজবাড়ী সদর থানায় পাঁচটি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে জৌকুড়া বাজারে অপরাধমূলক কর্মকা-ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রীকে উত্ত্যক্ত ॥ বখাটের কারাদ- নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৫ নবেম্বর ॥ সাভারে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বখাটে এক যুবককে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসের বেগের আদালতে হাজির করলে আদালত শুনানি শেষে তাকে এ কারাদ- প্রদান করে। সাভার মডেল থানার এস.আই. কবির হোসেন জানান, কয়েকদিন ধরে বাড্ডা ভাটপাড়া এলাকায় সাভার মডেল কলেজের ওই ছাত্রীকে (১৬) প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত ও শারীরিকভাবে লাঞ্ছিত করে আসছিল একই এলাকার বখাটে যুবক খায়রুল হাসান অপূর্ব। বাকৃবিতে চিত্রকর্ম প্রদর্শনী বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সৌখিন চিত্রশিল্পীদের ‘ক্যানভাস’ নামক একটি সংগঠন। শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন মুক্ত মঞ্চের সামনে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মোট ৭৫টি চিত্রকর্ম স্থান পায়। পাখি প্রদর্শনী স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী পাখি প্রদর্শনী। নগরীর রেলগেটে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের দ্বিতীয় তলায় কেইজ বার্ড এ্যাসোসিয়েশন অব রাজশাহী (সিবিএআর) শুক্রবার থেকে খাঁচায় পোষা পাখির এই প্রদর্শনীর আয়োজন করে। এতে সংগঠনটির ১২ জন সদস্য ভাইলেট, লুটিনো, বেঙ্গল, কাটঠোট, বাজরিকা, কাকাতুয়া, ফোর পাস, ইয়োলো ফিসার, রোজিলা, ডায়মন্ড ঘুঘু, ককাটেল, লাভ বার্ড, ব্যাম, কুনুর ও কবুতরসহ ২৫ প্রজাতির পাখি নিয়ে হাজির হয়েছেন। শনিবার প্রদর্শনী শেষ হবে। এই দু’দিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। শুক্রবার প্রদর্শনীর প্রথম দিনেই পাখিপ্রেমীদের ঢল নামে সেখানে।
×