ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশ প্রহরায় বিয়ে

পটিয়ায় বিয়ে অনুষ্ঠানে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:১৪, ২৬ নভেম্বর ২০১৬

পটিয়ায় বিয়ে অনুষ্ঠানে  সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২৫ নবেম্বর ॥ বিয়ে অনুষ্ঠানে ভাত খাওয়া নিয়ে পটিয়ায় বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কনের পিতাসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন, কনের পিতা মোহাম্মদ জাফর, কনের ভাই জাহাঙ্গীর আলম, বর পক্ষের ইউপি মেম্বার ইউছুপ, মোহাম্মদ মানিক, রিপন, খোরশেদসহ অনন্ত ১০ জন। আহতদের মধ্যে মানিককে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বেলা ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পাশে পটিয়া পৌর সদরের পার্টি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হলে বর পক্ষের লোকজন কমিউনিটি সেন্টার থেকে পালিয়ে যায়। পরে পুলিশ পহরায় বিকেল ৫টায় বিয়ে সম্পন্ন হয়েছে। জানা গেছে, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বাকখাইন গ্রামের নূর নবীর পুত্র মোহাম্মদ বেলালের সঙ্গে পটিয়ার কচুয়াই ইউনিয়নের জাফর আলমের কন্যা আঁখি আকতারের বিয়ের দিন ছিল শুক্রবার দুপুরে। জুমার নামাজ শেষে কিছু বরযাত্রী পার্টি কমিউনিটি সেন্টারে ভাত খেতে আসেন। টেবিলে ভাত দিতে বিলম্ব হওয়ায় অতর্কিতভাবে বরপক্ষের ৩-৪ যুবক একটি চেয়ার ছুড়ে মারে। এই ঘটনাকে কেন্দ্র করে মূলত দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। হামলার সময় অনুরোধ করতে গিয়ে কনের পিতা জাফর ও কনের ভাই জাহাঙ্গীর আহত হয়েছেন। এক পর্যায়ে বিয়ে অনুষ্ঠান প- হয়ে যায়। খবর পেয়ে কচুয়াই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম ও পটিয়া থানার উপ-পরিদর্শক শহীদসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বর মোহাম্মদ বেলালকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে এনে পুলিশ পহারায় বিয়ে সম্পন্ন করা হয়। বরযাত্রী ও ইউপি মেম্বার ইউছুপ বলেন, তাদের পক্ষের ৩-৪ জন যুবক ভাত খাওয়ার টেবিলে ভাত দিতে বিলম্ব হওয়ায় এই ঘটনা ঘটান। ওই যুবকরা বরের চাচা সম্পর্কিত বলে জানান।
×