ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিজিএফের ১২৫ বস্তা চালসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৬:১৪, ২৬ নভেম্বর ২০১৬

ভিজিএফের ১২৫  বস্তা চালসহ  ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৫ নবেম্বর ॥ বন্যার্তদের জন্য বিশেষ বরাদ্দকৃত ভিজিএফের ১২৫ বস্তা চালসহ এক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর নাম হাফিজুর রহমান। তিনি আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার আনাইতারা ইউনিয়নে ৫৭০ ভিজিএফ কার্ডধারীকে ২০ কেজি করে এবং ৯৫ জন ভিজিডি কার্ডধারীদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণের জন্য আটিয়া মামুদপুর নেয়া হয়। ব্যবসায়ী হাফিজুর রহমান বন্যার্তদের নামে বরাদ্দকৃত ১২৫ বস্তা চাল চোরাই পথে ক্রয় করেন। সন্ধ্যার পর তিনি খাদ্য অধিদফতরের সিলযুক্ত বস্তার চাল অন্যত্র বিক্রির চেষ্টা চালাচ্ছিলেন। এ সংবাদে পুলিশ চালগুলো উদ্ধার করে। এছাড়া ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেফতার করে রাতেই চালসহ থানায় নিয়ে আসে।
×