ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনবল সঙ্কটে চাঁপাইয়ে প্রধান ডাকঘর বন্ধের পথে জনবল সঙ্কটে চাঁপাইয়ে প্রধান ডাকঘর বন্ধের পথে

প্রকাশিত: ০৬:১৩, ২৬ নভেম্বর ২০১৬

জনবল সঙ্কটে চাঁপাইয়ে প্রধান ডাকঘর বন্ধের পথে জনবল সঙ্কটে চাঁপাইয়ে প্রধান ডাকঘর বন্ধের পথে

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শহরের প্রধান ডাকঘরটি দীর্ঘদিন ধরে জনবল সঙ্কটে পড়ার কারণে যে কোন মুহূর্তে স্বাভাবিক কার্যকলাপ বন্ধ হয়ে যেতে পারে। সমস্যা এতটাই প্রকট যে চাঁপাইনবাবগঞ্জে প্রধান ডাকঘরে বর্তমান স্টাফদের কাজ-কর্ম করা দুরূহ হয়ে পড়েছে। এই পোস্ট অফিসের মাধ্যমে পাঁচ উপজেলার সাব পোস্ট অফিস ও গ্রামাঞ্চলের অর্ধ শতাধিক সাধারণ ডাকঘর নিয়ন্ত্রিত হয়। শেষ বেলায় পাঠানো হয়ে থাকে সমস্ত কর্মকা-ের খতিয়ান ও জরুরী চিঠিপত্র রাজশাহী পিএমজিতে। এছাড়াও প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জের প্রধান ডাকঘরটি গড়ে আড়াই থেকে তিন কোটি টাকার লেনদেন করলেও কর্তৃপক্ষের নজর নেই। এখন পর্যন্ত নেই ভল্ট বা স্ট্রং রুম যার কারণে প্রতিদিন কাজ শেষে পুরো টাকা পয়সা রেখে আসতে হয় সদর থানার মধ্যে সিন্দুকে। আবার সকালে অফিস শুরুর আগে থানায় গিয়ে ক্যাশ আনতে হয়। একজন লোককে এই কাজে সার্বক্ষণিক নিয়োজিত থাকতে হয়। পোস্ট মাস্টারসহ পুরো জনবল বলতে ১৫ থেকে ২১ জন। অথচও মঞ্জুরকৃত লোকের পরিমাণ পঞ্চাশের কাছাকাছি। বার বার লিখেও পিএমজি রাজশাহী জনবল সরবরাহ করছে না। পোস্ট অফিসে ১৯টি শাখা রয়েছে। তার মধ্যে খুবই উল্লেখযোগ্য হচ্ছে সঞ্চয় বিভাগ।
×