ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরার ২৮ মুক্তিযোদ্ধা শহীদ দিবস আজ

প্রকাশিত: ০৬:১২, ২৬ নভেম্বর ২০১৬

মাগুরার ২৮ মুক্তিযোদ্ধা  শহীদ দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা/ঝিনাইদহ, ২৫ নবেম্বর ॥ শনিবার মাগুরার ২৮ মুক্তিযোদ্ধার শহীদ দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের এই দিনে মাগুরার ২৮ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। দিবসটি উপলক্ষে মাগুরা সদর উপজেলার হাজীপুর হাই স্কুলের পাশে ২৮ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কামরুল লায়লা জলি এমপি। এদিকে শহীদ পরিবার ও মাগুরা জেলার মুক্তিযোদ্ধারা কামান্না গণকবর থেকে ২৮ শহীদের কবর নিজ এলাকা মাগুরা সদরের হাজীপুর গ্রামে স্থানান্তরের দাবি জানিয়েছেন। জানা গেছে, ১৯৭১ সালের ২৫ নবেম্বর রাতে সদর উপজেলার হাজীপুরের একদল মুক্তিযোদ্ধা ঝিনাইদহের শৈলকুপার কামান্না গ্রামে যায়। তারা শৈলকুপাকে পাক হানাদারমুক্ত করার জন্য সেখানে অবস্থান করে। রাত্রিযাপনের জন্য উক্ত এলাকার জনৈক মাধবকুন্ডু নামে এক ব্যক্তির বাড়ির একটি টিনের ঘরে মুক্তিযোদ্ধারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মুক্তিযোদ্ধাদের অবস্থানের এ খবর স্থানীয় রাজাকাররা ঝিনাইদহের শৈলকুপা ও মাগুরা পাকবাহিনীর ক্যাম্পে পৌঁছে দেয়। খবর পেয়ে রাজাকার আলবদর বাহিনীর সহযোগিতায় ঝিনাইদহ, শৈলকুপা ও মাগুরা থেকে পাকসেনারা ২৬ নবেম্বর ভোরে মুক্তিযোদ্ধাদের ওপর অতর্কিতে আক্রমণ শুরু করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি ছুড়ে প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করে পাকিস্তানী বাহিনীর আক্রমণের মুখে ঘটনাস্থলেই ২৮ মুক্তিযোদ্ধা শহীদ হন। পাকসেনারা চলে গেলে মুক্তিযোদ্ধারা এলাকাবাসীর সহায়তায় কামান্না স্কুল মাঠের পাশে নদীর তীরে গণকবরে ২৮ বীর শহীদকে সমাহিত করেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ২৮ শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।
×