ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডার বরখাস্ত

প্রকাশিত: ০৬:১২, ২৬ নভেম্বর ২০১৬

পার্বতীপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি  কমান্ডার বরখাস্ত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দিনাজপুরে পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ডেপুটি কমান্ডারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার সিদ্দিক গজনবী স্বাক্ষরিত চিঠিতে পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ্যাডভোকেট আব্দুল হাই ও ডেপুটি কমান্ডার সিদ্দিক হোসেনকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সহকারী কমান্ডার (অর্থ) সেলিম উদ্দিন সরকারকে ভারপ্রাপ্ত উপজেলা কমান্ডারের দায়িত্ব দেয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত দুই জনের কাছে জেলা কমান্ডারের চিঠিটি হস্তগত হয়। জানা গেছে, এ্যাডভোকেট আব্দুল হাই ও সিদ্দিক হোসেন ছয় বছর ধরে পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার ও ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৪ সালের ৪ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তারা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। ২০১৭ সালের মার্চ মাসে তাদের মেয়াদকাল শেষ হওয়ার কথা। কয়েক বছর ধরে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কার্যক্রম শুরু হলে, পার্বতীপুর উপজেলায় তালিকাভুক্ত ৬শ’ ৭০ মুক্তিযোদ্ধা ২-৩টি উপদলে বিভক্ত হয়। একপক্ষ অপরপক্ষকে ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজাকার বলে চিহ্নিত করতে তৎপর হয়ে ওঠে। এক বছর আগে ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতা প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হলে, গ্রহণকৃত ভাতার সমুদয় টাকা ফেরত দেবেন মর্মে মুচলেকা দিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনে তালিকাভুক্ত হন।
×