ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএটিভিতে কাল থেকে ‘ইউসুফ-জুলেখা’

প্রকাশিত: ০৫:৫২, ২৬ নভেম্বর ২০১৬

এসএটিভিতে কাল থেকে ‘ইউসুফ-জুলেখা’

শমশের সৈয়দ ॥ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে বিভিন্ন বিদেশী সিরিয়াল প্রচারের যেন হিড়িক পড়েছে। এ বিষয়টি নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ ও দেশী অনুষ্ঠান নির্মাতাদের অধিকাংশই মুখোমুখি অবস্থানে। তবে সম্প্রতি এ বিষয়টি নিয়ে সমালোচনা হলেও এর অনেকটাই সূত্রপাত বিটিভির মাধ্যমে। তবে সে সময় এ নিয়ে তেমন কোন কথা হয়নি। নতুন চ্যানেল দিপ্তটিভিতে ‘সুলতান সুলেমান’ প্রচারের পর থেকেই এই চ্যানেলটি দর্শকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। বলা হয়, একটি মাত্র ধারাবাহিকের মাধ্যমে টিআরপির শীর্ষে চলে আসে চ্যানেলটি। এই চ্যানেলকে অনুসরণ করে সম্প্রতি অন্যান্য চ্যানেলেও বিভিন্ন বিদেশী সিরিয়াল ডাবিং করে প্রচার শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ইরানী ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’ বাংলা ভাষায় ডাব করে প্রচার করতে যাচ্ছে এসএটিভি। চ্যানেল সূত্রে জানা গেছে, আগামীকাল ২৭ নবেম্বর রাত ৮-৪০ মিনিটে ধারাবাহিকটির প্রথম পর্ব প্রচার হবে। পবিত্র কোরানে বর্ণিত সূরা ইউসুফের আলোকে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’। তবে ফার্সিতে এ ধারাবাহিকের নাম ‘ইউসুফ পয়গম্বর’। এসএটিভির উপদেষ্টা আমিনুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার নাজমুল তালুকদার অভি এ তথ্য জানিয়েছেন। তারা জানান, ধারাবাহিকটি বাংলাদেশের দর্শকদের আকৃষ্ট করবে। এর আগে এ ধারাবাহিকটি লেবানন, সিরিয়া, ইরাক ও আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রচার করা হয়েছে। ‘ইউসুফ-জুলেখা’ ধারাবাহিকে হযরত ইফসুফ (আ)-এর জীবনের নানা ঘটনা স্থান পেয়েছে। হযরত ইয়াকুব (আ)-এর সময়কার সামাজিক অবস্থা থেকে শুরু করে হযরত ইফসুফ (আ)-এর জন্ম, সহোদরদের হিংসা-বিদ্বেষ, কূপে নিক্ষেপ, যৌবনে মহাপরীক্ষা, অভিজাত মহিলাদের সমাবেশে ইফসুফ (আ)-এর উপস্থিতি, জুলেখার নানা অনৈতিক তৎপরতা, মহিলাদের উস্কানি, অর্থমন্ত্রীর দায়িত্ব লাভ, জুলেখার পাপের প্রায়শ্চিত্ত এবং অবশেষে ইফসুফ-জুলেখার বিয়েসহ নানা রোমান্টিক ও শিক্ষণীয় ঘটনা এ ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। ইউসুফ-জুলেখা ধারাবাহিকটি বাংলায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ-যিনি বর্তমানে ইরানে পিএইচডি করছেন। এ ধারাবাহিক প্রসঙ্গে মুমিত আল রশিদ বলেন, সিরিয়ালটি অনুবাদ করতে গিয়ে আমি কখনও আবেগে কেঁদেছি, আবার কখনও হেসেছি। এটি চমৎকার একটি সিরিয়াল। এতে কোন ধর্মের প্রতি কোনরূপ বিরূপ ধারণা পোষণ বা কোন ধর্মকে আঘাত করা হয়নি। তার মতে, এটি সব ধরনের দর্শককেই মন্ত্রমুগ্ধ করে রাখবে। এরই ধারাবাহিক প্রাচীন শহর বাবেল, কেনান, শাম, মিসরÑসর্বোপরি আরব দেশের প্রাচীন ব্যবস্থা সম্পর্কে ধারণা পাবেন দর্শক। নাটকটি এ দেশের দর্শকদের ক্রমে ইতিহাসের আনাচে-কানাচে নিয়ে যাবে। প্রাচীন দাস প্রথা, বাণিজ্যিক ভ্রমণ, খারার-দাবার সম্পর্কেও ধারণা পাওয়া যাবে বলে তিনি জানান।
×